প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২১:৪২ পিএম
৮ বছরের প্রেম।
তবু প্রেমিকাকে বিয়ে করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো! সম্প্রতি এক ভিডিওতে দীর্ঘদিনের
বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে ‘আমার স্ত্রী’ বলে সম্বোধন করেছেন পর্তুগিজ কিংবদন্তি।
ভক্তদের ধারণা, শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দুজন। ২০১৬ সাল থেকে প্রেমের
সম্পর্ক রয়েছে জর্জিনা-রোনালদো জুটির। যদিও রোনালদো বা জর্জিনা কেউ আনুষ্ঠানিকভাবে
এ ধরনের খবর কখনোই নিশ্চিত করেননি।
এই সপ্তাহের শুরুতে
ফিটনেস ব্র্যান্ড হুপের জন্য একটি নতুন ভিডিওতে হাজির হন রোনালদো। যেখানে ফিটনেস নিয়ে
কথা বলার মাঝে ৩৯ বছর বয়সি জর্জিনাকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করেন। ভিডিওতে নিজের
বাড়ির জিমে ঘুরতে দেখা যায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। ফিটনেস উন্নতির জন্য জর্জিনাকেও
কৃতিত্ব দেন রোনালদো।
ভিডিওতে জর্জিনাকে
নিয়ে রোনালদো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কী করছেন তা নয়, বরং এটি (জিম)
করতে হবে। যখন ক্লাবে জিম করি না, তখন আমি আমার স্ত্রীর সঙ্গে বাড়িতে কাজ করতে পছন্দ
করি।’