× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাওয়ালপিন্ডি টেস্ট

চার ফিফটিতে বাংলাদেশের দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ২১:১৭ পিএম

মুশফিক ও লিটনের ফিফটিতে দিন বাংলাদেশের। দুজনেই আছেন অপরাজিত— সংগৃহীত ছবি

মুশফিক ও লিটনের ফিফটিতে দিন বাংলাদেশের। দুজনেই আছেন অপরাজিত— সংগৃহীত ছবি

ওপেনিংয়ে সাদমান ইসলাম দেখিয়েছেন দৃঢ়তা, মুমিনুল ছিলেন সাবলীল। ধ্বসে পড়তে যাওয়া বাংলাদেশের হাল ধরেছেন মুশফিকুর রহিম। শেষদিকে মারকুটে লিটন দাস বাড়িয়েছেন রানের গতি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন চারজনই। নড়বড়ে নম্বুইয়ে থেমেছেন সাদমান। দুই হাফ সেঞ্চুরিয়ান মুশফিক ও লিটন আছে প্রত্যয় নিয়ে। শান মাসুদদের ৪৪৮ রানের জবাব তৃতীয় দিনে দাপুটে ভঙ্গিমায় দিয়েছেন টাইগাররা। প্রথম ইনিংসে এখনও নাজমুল হোসেন শান্তরা পিছিয়ে ১৩২ রানে। ৫ উইকেট নিয়ে ৩১৬ রান থেকে চতুর্থ দিন শুরু করবে মুশফিক ‍ও লিটন।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুটা ভালো হয়নি। আগের দিনের পর মাত্র এক রান যোগ করে থামেন জাকির হাসান। তিনে নামা অধিনায়ক শান্তও ফিরেছেন দ্রুতই। শঙ্কা জাগা দিনটি পরে সম্ভাবনায় রূপ দিয়েছেন মিডল অর্ডার। শাহিন শাহ-নাসিম শাহদের ব্যর্থতায় ভুগিয়ে একের পর এক ফিফটি তুলে নিয়েছে বাংলাদেশের চার ব্যাটার। টেস্টের প্রথম দিন বৃষ্টির হলেও দ্বিতীয় দিনটিতে দাপট দেখায় পাকিস্তান। তৃতীয় দিনে পাল্টা দাপটে জবাব দেয় সফরকারী বাংলাদেশও।

চতুর্থ দিনের দুই মিডল অর্ডার ভোগাবে পাকিস্তানকে। নখদন্তহীন বোলিংয়ে দিন পার করা শাহিন-শেহজাদরা দ্রুতই দুই সেট ব্যাটারকে ফেরাতে চাইবে। বাংলাদেশের চাওয়াটাও যেন পরিষ্কার— রান তোলা, লিড কমানো এবং সুযোগ থাকলে কিছু বাড়তি লিড নিয়ে নেওয়া। ৫৮ বলে ৫২ রানে ব্যাট করা লিটন আগের দিনেই দিয়েছেন ‘দ্রুত রান তোলার’ আভাস। আজ ৫৫ রানে মুশফিক ও ফিফটি করা লিটন পাকিস্তানের সামনে বড় বাধা।

বাংলাদেশের ইনিংসে পাকিস্তানের মূল দুই পেসার তেমন কোনো চ্যালেঞ্জ জানাতে পারেননি। ৫৫ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন শাহিন আফ্রিদি। ৭৭ রান দিয়ে নাসিম শাহ একটি উইকেট পেলেও নতুন ও পুরোনো বলে ছিলেন ব্যর্থ। ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে সফল হতে পারেননি বাকি বোলাররাও। সাকিব আল হাসান নিজের উইকেট অকশন বোলার সাইম আইয়ুবকে ছুড়ে দিয়ে না আসলে, আরও ভালো অবস্থায় থাকতে পারত বাংলাদেশ। তাছাড়া সকালে ধৈর্যের পরিক্ষায় মোটাদাগে ব্যর্থ হন অধিনায়ক শান্ত। তবুও দিনশেষে চার ফিফটিতে স্বস্তি টাইগার শিবিরে।

বোলিংয়ে ধুঁকতে থাকা দিনে পাকিস্তানের হয়ে সফল ছিলেন খুররাম শেহজাদ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার সকালে শান্তকে ১৬ রানে বোল্ড করেন। এরপর ফিফটি করা মুমিনুলকে ফেরান। বাকি দিনে পরে তিনিও ধুঁকেছেন। চার ফিফটি প্রাপ্তির দিনে বাংলাদেশের আক্ষেপ হয়ে আছে সাদমানের আউট। ৯৩ রানে মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়ে ফেরেন সাদমান। তার আগে ৫০ রান করে থামেন মুমিনুল।

সাইম আইয়ুবের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে সাকিব করেন ১৫ রান। পরে লিটনকে নিয়ে ইনিংস টানেন মুশফিক। ২৮ তম ফিফটি করে আজ ব্যাট করবেন মি. ডিপেন্ডএবল। দিনের শেষদিকে আগ্রাসন আর নান্দনিকতার মিশেলে পাকিস্তানকে হকাত করেন লিটন। আজ তিনি ব্যাট করবেন ৫২ রান থেকে। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এখনও ১৩২ রান পেছনে। 

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৪৪৮/৬ (ডি.)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯২ ওভারে ৩১৬/৫ (আগের দিন ২৭/০) (সাদমান ৯৩, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, লিটন ৫২*; ৭৭/১, শাহজাদ ৪৭/২, আলী ৪২/১, সাইম ২৩/১)।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা