× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবিতে ফারুক-ফাহিমের নিয়োগ বৈধ : এনএসসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৮:১৯ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৮:৫৫ পিএম

বিসিবিতে ফারুক-ফাহিমের নিয়োগ বৈধ : এনএসসি

রাজনৈতিক পটপরিবর্তনে দেশের সব জায়গার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) সংস্কারের ছোঁয়া লেগেছে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এ ছাড়া বোর্ড পরিচালক হয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। দুজনেই জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বিসিবির পরিচালক হন। তবে ফারুক ও ফাহিমের নিয়োগের বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমন পরিপ্রেক্ষিতে তাদের নিয়োগের বৈধতা নিশ্চিত করেছে এনএসসি। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বৈধতা নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ মোতাবেক কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতিপূর্বে মনোনীত ০৫ (পাঁচ) জন প্রতিনিধির মধ্যে জনাব মোহাম্মদ জালাল ইউনুস গত ১৯ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করলে, উক্ত ০১ (এক) টি শূন্য পদে জনাব নাজমুল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনয়ন দেওয়া হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অপরদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতিপূর্বের মনোনয়ন পরিবর্তন করে জনাব ফারুক আহমেদ এবং জনাব নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়া হয় যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এরূপ মনোনয়ন আইনশাস্ত্রের এর ভিত্তিতে প্রচলিত বিধি-বিধানের সর্বোচ্চে সতর্ক প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।’

নিয়ম অনুসারে বিসিবিতে সরাসরি কোনো প্রভাব খাটাতে পারবে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা পেতে পারে ক্রিকেট বোর্ড। এর আগে এনসিএ মনোনীত বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার জায়গায় পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভূক্ত হন ফারুক আহমেদ। আর ক্রীড়া পরিষদের মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে অব্যহতি দেয়, তাঁর জায়গা নেন ফাহিম।

এর আগে গত ১৯ আগস্ট সকালে দুজনকেই ফোন করে বিসিবি থেকে পদত্যাগের অনুরোধ করা হয় এনএসসি থেকে। জালাল ইউনুস সেদিনই পদত্যাগপত্র দিলেও সাজ্জাদুল আলম সেটা করেননি। এনএসসি অবশ্য পরে এক নোটিসে আগের মনোনয়ন বাতিল করে এবং বিসিবির পরিচালক হিসেবে নতুন করে মনোনয়ন দেয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীনকে। বুধবার বোর্ড সভায় সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। এরপর বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক।

এদিকে বিসিবির পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়াটাকে সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছেন সাজ্জাদুল আলম। এই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই ঘটনায় আমি বিস্মিত। জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজে সরকারি হস্তক্ষেপের শামিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা