প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৮:০৬ পিএম
ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। অন্তত ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই দুর্যোগ। নিম্নাঞ্চলের বহু গ্রাম, ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে সর্বস্তরের মানুষ। আর্থিক সাহায্য, খাবার, ত্রাণসহ বন্যার্তদের উদ্ধারে সাহায্য করছে দেশের মানুষ। বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দেশের এমন খারাপ সময়ে বন্যাকবলিত অঞ্চলের মানুষের প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে বিসিবি।
শুক্রবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দেশের এমন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীরভাবে চিন্তিত তারা। খারাপ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতাও জানিয়েছে বিসিবি। এমন কঠিন সময়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট দল।
বন্যাকবলিত অঞ্চলের মানুষের সাহায্যের ক্ষেত্রে নিজেদের দায়িত্বের ব্যাপারেও সজাগ আছে বিসিবি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় একটি সাপোর্ট প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। প্রাথমিক সাহায্য, ত্রাণ, অভাবীদের সাহায্যে সেই প্রোগ্রাম চালানো হবে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরি সেবায় সরকারের সঙ্গে মিলে কাজ করবে বিসিবির প্রোগ্রাম।
কিছু দিন আগেই বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নিয়েই প্রয়োজনীয় সব ধরনের সহায়তার পাশাপাশি অন্য মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ফারুক আহমেদ বলেন, ‘বর্তমানে বন্যাকবলিত মানুষের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এ-সংক্রান্ত কাজে প্রয়োজনীয় জোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহ্বান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’