× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাওয়ালপিন্ডি টেস্ট

সাদমানের ফিফটিতে প্রথম সেশন বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৪:২৮ পিএম

প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে বাঁহাতি ওপেনার সাদমান পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধ-শতকের দেখা। ছবি: ক্রিকেইনফো

প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে বাঁহাতি ওপেনার সাদমান পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধ-শতকের দেখা। ছবি: ক্রিকেইনফো

তৃতীয় দিনে প্রথম সেশনের শেষ বল। নাসির শাহর শর্ট বলে একটু পিছিয়ে গিয়ে চমৎকার পুলে বাউন্ডারি হাঁকালেন সাদমান ইসলাম। তাতেই ফিফটি পূর্ন হলো তার। সাদমানের ফিফটিতে পুরো সেশনের লড়াইয়েও জয়ী বাংলাদেশ।

প্রথম ঘণ্টায় জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও ভালো ভিতই পেয়েছে সফরকারীরা। সাদমানের মতোই গুরুত্বপূর্ণ অবদান আছে মুমিনুল হকের। তৃতীয় দিন মধ‍্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ১৩৪। 

১২৩ বলে ছয় চারে ৫৩ রানে ব‍্যাট করছেন সাদমান। প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নামা বাঁহাতি ওপেনারের এটি তৃতীয় অর্ধ-শতক। সঙ্গে আছে একটি সেঞ্চুরি। তার সঙ্গে ১২৭ বলে ৮১ রানের জুটি গড়া মুমিনুল হক দাঁড়িয়ে পঞ্চাশের খুব কাছে। অভিজ্ঞ বাঁহাতি ব‍্যাটসম‍্যান ৬৬ বলে চারটি চারে খেলছেন ৪৫ রানে। ৩৬ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে যোগ করেছে ১০৭ রান, পাকিস্তানের চেয়ে এখনও পিছিয়ে ৩১৪ রানে।

একটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও খুররম শাহজাদ। স্বাগতিক বোলারদের বিপক্ষে সাবলীল ব‍্যাটিংই করছেন মুমিনুল। অন‍্যদিকে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখেছেন সাদমান। ব‍্যবধান আরও কমিয়ে আনতে থিতু দুই ব‍্যাটসম‍্যানের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা