রাওয়ালপিন্ডি টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৪:২৮ পিএম
প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে বাঁহাতি ওপেনার সাদমান পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধ-শতকের দেখা। ছবি: ক্রিকেইনফো
তৃতীয় দিনে প্রথম সেশনের শেষ বল। নাসির শাহর শর্ট বলে একটু পিছিয়ে গিয়ে চমৎকার পুলে বাউন্ডারি হাঁকালেন সাদমান ইসলাম। তাতেই ফিফটি পূর্ন হলো তার। সাদমানের ফিফটিতে পুরো সেশনের লড়াইয়েও জয়ী বাংলাদেশ।
প্রথম ঘণ্টায় জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও ভালো ভিতই পেয়েছে সফরকারীরা। সাদমানের মতোই গুরুত্বপূর্ণ অবদান আছে মুমিনুল হকের। তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ১৩৪।
১২৩ বলে ছয় চারে ৫৩ রানে ব্যাট করছেন সাদমান। প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নামা বাঁহাতি ওপেনারের এটি তৃতীয় অর্ধ-শতক। সঙ্গে আছে একটি সেঞ্চুরি। তার সঙ্গে ১২৭ বলে ৮১ রানের জুটি গড়া মুমিনুল হক দাঁড়িয়ে পঞ্চাশের খুব কাছে। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ৬৬ বলে চারটি চারে খেলছেন ৪৫ রানে। ৩৬ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে যোগ করেছে ১০৭ রান, পাকিস্তানের চেয়ে এখনও পিছিয়ে ৩১৪ রানে।
একটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও খুররম শাহজাদ। স্বাগতিক বোলারদের বিপক্ষে সাবলীল ব্যাটিংই করছেন মুমিনুল। অন্যদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখেছেন সাদমান। ব্যবধান আরও কমিয়ে আনতে থিতু দুই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।