প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১২:০৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১২:২৪ পিএম
সৌদি লিগে ৪৮ ম্যাচে গতকাল ৫০তম গোল পেলেন ক্রিশ্চিয়নো রোনালদো। ছবি : সংগৃহীত
সৌদি প্রো লিগের নতুন মৌসুম হতাশা দিয়ে শুরু করল আল নাসর। আল রিয়াদের সঙ্গে গত রাতে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটির। তবে প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল মাইলফলকের। সৌদি লিগে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেছেন ৩৯ বছর বয়সি রোনালদো।
শক্তিশালী ক্লোজ রেঞ্জের শটে ৩৪ মিনিটেই শুরুর গোলটি পেয়ে যান রোনালদো। যা সৌদি লিগে ৪৮ ম্যাচে রোনালদোর ৫০তম গোল। কিন্তু গত মৌসুমে ১২তম হওয়া আল রিয়াদ দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই সমতা ফিরিয়ে আল নাসরকে স্তব্ধ করে দিয়েছে। গোল করেছেন মোহাম্মদ ফুজায়ের।
তারপর ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোলটিও পেয়েছিলেন রোনালদো। দুর্ভাগ্য দীর্ঘ ভিএআর রিভিউর পর সেটি অফসাইডের কারণে বাতিল করেছেন রেফারি!
রেফারি পরে রোনালদো ও তার দলকে আরও হতাশ করেছেন। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে হ্যান্ডবলের দরুন পেনাল্টির সিদ্ধান্তও দেননি তিনি। এমনকি পিচ সাইড মনিটরে সেটা দেখার পরেও।