প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ২৩:৫২ পিএম
বায়ার লেভারকুসেনের শিরোপা উৎসব
গত মৌসুমটা শেষ করেছিল শিরোপা দিয়ে। নতুন মৌসুম শিরোপা দিয়েই শুরু করল বায়ার লেভারকুসেন। আগের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে জার্মান কাপ জিতে ছুটিতে গিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। আর এবার শুরুতেই তারা পেয়ে গেল জার্মান সুপার কাপের শ্রেষ্ঠত্ব।
নির্ধারিত সময় শেষে স্টুটগার্টের বিপক্ষে লেভারকুসেনের ম্যাচটি ছিল ২-২ গোলের সমতা। পরে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে স্টুটগার্টের হৃদয় ভেঙে শিরোপা জিতেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা।
বে-অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই ভিক্টর বোনিফেইস জালে বল জড়ালে লিড পায় লেভারকুসেন। চার মিনিট না যেতেই বেশি এগিয়ে থাকতে পারেনি তারা। স্টুটগার্ট সমতা সূচক গোল পায় এনজো মিলটের কল্যাণে।
ম্যাচের বয়স ৩৭ মিনিট হতেই বড় বিপদের মুখে পড়ে যায় লেভারকুসেন। বাজেভাবে প্রতিপক্ষ ফুটবলারকে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন মার্টিন টরিয়ের। ম্যাচের বাকি সময়টা ১০ জনের দল নিয়েই খেলা চালিয়ে যেতে হয়েছে লেভারকুসেনকে।
ম্যাচের ৬৩ মিনিটে ১০ জনের লেভারকুসেনের বিপক্ষে এগিয়ে যায় স্টুটগার্ট। এরপর ম্যাচে লেভারকুসেন যখন হারের অপেক্ষায়, তখনই গত মৌসুমের মতো ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে ফিরে আসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
প্যাটট্রিক শিকের গোলে ৮৮ মিনিটে সমতায় ফেরে লেভারকুসেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে লেভারকুসেন।