× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ দিন পর পদকে চুমু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ২২:২৩ পিএম

আনা বারবোসু

আনা বারবোসু

প্যারিস অলিম্পিকের বিদায়ের রাগিণী বেজেছে ১১ আগস্ট। ঠিক তার পাঁচ দিন পর অলিম্পিক ব্রোঞ্জ পদক বুঝে পেলেন রোমানিয়ার জিমন্যাস্ট আনা বারবোসু। এর আগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের জর্ডান চিলেস।

রোমানিয়ার জিমন্যাস্টিকস সংস্থা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। তাতেই চিলেসের পদক বাতিল হয়ে যায়। আপিল সফল হওয়ায় ইভেন্ট শেষ হওয়ার ১১ দিন পর ব্রোঞ্জ পদকে চুমু দিলেন বারবোসু।

অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন চিলেস। একই ইভেন্টে রুপা পান তারই স্বদেশি কিংবদন্তি জিমন্যাস্ট সিমোনা বাইলস। চিলেসের পারফরম্যান্স শেষ হওয়ার পর তার প্রাপ্ত পয়েন্ট নিয়ে খুশি হতে পারেননি কোচ সিসিল লান্ডি। তখন চিলেস ছিলেন পঞ্চম স্থানে।

বিচারকদের কাছে আবেদন করলে চিলেস অতিরিক্ত .১০০ পয়েন্ট পান। ফলে চিলেসের স্কোর ১৩.৬৬৬ থেকে বেড়ে দাঁড়ায় ১৩.৭৬৬।
প্রথমবার প্রকাশিত ফলাফলে বারবোসু ব্রোঞ্জ জিতেছিলেন। তার স্কোর ছিল ১৩.৭০০। চতুর্থ স্থানে ছিলেন রোমানিয়ার অন্য আরেক জিমন্যাস্ট। পয়েন্ট বাড়ায় দুজনকেই টপকে পঞ্চম স্থান থেকে তিনে এসে ব্রোঞ্জ পদক জেতেন চিলেস।

এটা মেনে নিতে পারেনি রোমানিয়ার জিমন্যাস্টিকস সংস্থা। স্কোর দেওয়ার এক মিনিটের মধ্যে আবেদন করার নিয়ম। কিন্তু রোমানিয়ার দাবি- মার্কিন কোচ আরও চার সেকেন্ড সময় নিয়ে আবেদন করেছিলেন। বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত ক্যাস-এ আপিল করলে রায় যায় বারবোসুর পক্ষে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা