প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৭:৪০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ১৭:৪৮ পিএম
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও সবশেষ টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। তবে সিরিজ শুরুর আগে হঠাৎ ভেন্যু পরিবর্তন করেছে আয়োজকরা। অর্থাৎ ৩০ আগস্টের ম্যাচটি হবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতেই।
রবিবার ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে পিসিবি জানিয়েছে, এই মুহূর্তে সংস্কার কাজ চলছে করাচি স্টেডিয়ামে। ৩০ আগস্ট ম্যাচটি মাঠে গড়ালে দর্শকদের অনুমতি মিলতো না গ্যালারিতে। এক প্রকার দশর্কবিহীন ম্যাচ হতো। এসব কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে পিসিবি আরও জানিয়েছে, ‘আমরা কনস্ট্রাকশন এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে, করাচি স্টেডিয়ামে সংস্কার কাজ চলার কারণে প্রচুর শব্দ উৎপত্তি হবে। ধুলাবালি-ময়লা ছড়াবে, যা খেলোয়াড়দের স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলতে পারে।’
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। মূলত এই টুর্নামেন্টকে সামনে রেখেই করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। পিসিবি জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে ভেন্যু প্রস্তুতকরণের লক্ষ্যে চলমান সংস্কার কাজ নির্বিঘ্নে চলাতে বোর্ড দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করেছে।’