× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে পারল না এইচপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৭:২০ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ১৭:৪৫ পিএম

অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে পারল না এইচপি

অস্ট্রেলিয়ায় ৯ দলের অংশগ্রহণে টপ অ্যান্ড সিরিজের শিরোপা খোয়াল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। রবিবার (১৮ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেড স্ট্রাইকার্সেব কাছে ৩২ রানে হেরেছে এইচপি।

আসরজুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ এইচপির বোলাররা। বিশেষ করে রিপন মন্ডল-আবু হায়দার রনিরা ছিলেন ধারাবাহিক। তবে ফাইনালে এসেই যেন খেই হারালেন তারা। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৩৭ রানে অলআউট হয় এইচপি।

১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল এইচপি। কিন্তু দলীয় ৩২ রানের মাথায় ভেঙে যায় উদ্বোধনী জুটি।  ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন জিশান আলম। আরেক ওপেনার তানজিদ তামিম ২৯ বলে করেন ৩৫ রান। তবে তিনে নেমে ব্যর্থ পারভেজ ইমন।

মিডল অর্ডারে আফিফ হোসেন ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। আকবর আলি, শামিম হোসেন সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। আফিফও ১৮ রানের বেশি করতে পারেননি। তা ছাড়া মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে এসেছে ২১ রান। শেষ দিকে রাকিবুল হাসান-রিপন মন্ডলরা চেষ্টা করেছেন। তবে তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই জ্যাক উইন্টারকে হারায় স্ট্রাইকার্সরা। টম ও কর্নেল এবং লিয়াম স্কটের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। টম করেন সর্বোচ্চ ৫৩ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট পান রিপন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা