× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুটানের সঙ্গে খেলবেন জামালরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৬:১৩ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ১৬:৩২ পিএম

ভুটানের সঙ্গে খেলবেন জামালরা

আসন্ন ফিফা উইন্ডোতে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। রবিবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক ইমরান হোসেন তুষার। 

দেশের বর্তমান পরিস্থিতিতে হোম ম্যাচ খেলা কিছুটা অনিশ্চিত। তবে হোম ম্যাচ না খেলতে পারলেও অ্যাওয়ে ম্যাচে খেলার বিষয়ে চেষ্টা করছে বাফুফে।  রবিবার বাফুফে ভবনের সামনে তুষার সাংবাদিকদের বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভুটানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলাম। এখন ওই টিমটারও তো বর্তমান পরিস্থিতে আশ্বস্ত হওয়ার দরকার আছে। তারা আমাদের হোমে এসে খেলতে অপারগতা প্রকাশ করছে। যদিও এটি এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে মোটামুটি নিশ্চিত যে ওদের ওখানে গিয়েই (ভুটানে) আমাদের খেলতে হবে। আপনারা জানেন আমাদের বর্তমান র‌্যাটিং। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে গেলে আমরা চার নম্বর পটে রয়েছি। তাহলে কিন্তু আমাদের তিনটা দলই কঠিন প্রতিপক্ষ পড়বে। এখানে একমাত্র আমাদের সামনে আছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি, তবে ডিসেম্বরে যে র‌্যাংকিং হবে ওইটার ওপর ভিত্তি করে আমরা তিন নম্বর পটে থাকবো। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য ভুটানের সঙ্গে খেলার। অনেকেই বলেন আমরা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কেন খেলি না। আসলে আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্যই তুলনামূলক কম শক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে খেলতি যাচ্ছি।’

অনেক ধরেই শোনা যায় বাংলাদেশের জার্সিতে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরি। তবে এই উইন্ডোতে তার খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। তবে আগামী নভেম্বর উইন্ডোতে তিনি লাল সবুজের জার্সি পড়তে পারেন বলে একটা সম্ভাবনার কথা জানান তুষার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা