প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ২০:৫৮ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ২১:১০ পিএম
সাম্প্রতিক সময়ে কোনো সিরিজের আগে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ খুব বেশি
দেখা যায়নি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এবার সেই আক্ষেপ ঘুচেছে।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। মূল সিরিজের
কয়েকজন প্রস্তুতিমূলক এই ম্যাচ খেলায় অন্যদের তুলনায় তাদের প্রস্তুতিটাও ভালোই হয়েছে।
জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম মনে করেন, এই প্রস্তুতি আসছে টেস্ট সিরিজে
খুব কাজে দেবে।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’
দলের হয়ে টেস্ট স্কোয়াডে থাকা মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসানদের সঙ্গে
খেলেছেন মুশফিক। ইসলামাবাদে অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছে। বাংলাদেশ
দুই ইনিংসে ব্যাট করলেও পাকিস্তান করেছে একটিতে। তবুও রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট
থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে ম্যাচ খেলতে পেরে সন্তুষ্ট মুশফিক। এই ম্যাচ থেকে
ইতিবাচক প্রাপ্তি দেখছেন সাবেক এই অধিনায়ক।
শনিবার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মুশফিক বলেন, ‘আমাদের
‘এ’ দলে কয়েকজন তরুণ খেলোয়াড় আছে, আমি নিশ্চিত তারা অনেক কিছু শিখতে পারবে। আমাদের
এই দলের কয়েক খেলোয়াড় টেস্ট সিরিজে (বাংলাদেশ-পাকিস্তান সিরিজ) যোগ দেবে। তাই এটা তাদের
জন্য খুব কাজে দেবে। কারণ আমরা এখানে এসে টেস্ট সিরিজের আগে কিছু সেশন করতে চেয়েছি।
তাই আশা করছি, এটা আমাদের উপকার করবে।’
বাংলাদেশ দলের সঙ্গে আগেও পাকিস্তান সফর করেছেন মুশফিক। তবে ইসলামাবাদে
এবারই প্রথম খেললেন তিনি। সেই অভিজ্ঞতা যে দারুণ হয়েছে, সেটাই ফুটে উঠেছে তার কথায়,
‘আমি এই প্রথমবার ইসলামাবাদে এসেছি এবং আসলেই খুব সুন্দর জায়গা। এখানকার সুযোগ-সুবিধাও
বেশ ভালো। আমি মনে করি, ছেলেরা এখান থেকে শিক্ষা নেবে এবং সেটা আমাদের আসছে সিরিজে
কাজে দেবে।’
আসন্ন সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই প্রস্তুতির অংশ হিসেবেই ‘এ’ দলের সফরে জাতীয় দলের খেলোয়াড়দের রাখা হয়েছিল। তবে বিরূপ আবহাওয়ার কারণে সেভাবে মেলেনি অনুশীলনের সুযোগ। প্রস্তুতির এই ঘাটতি মুশফিকুরকেও তাই কিছুটা হতাশ করছে, ‘বৃষ্টির কারণে প্রথম কয়েক দিন আমরা সেভাবে অনুশীলন করতে পারিনি। মাত্র একটা সেশন ছিল, যা যথেষ্ট নয়। আর ম্যাচে প্রথম ইনিংসে আমি ভালো করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে নেটে আমি আঙুলে চোট পাই। আশা করি আমি খুব দ্রুত সেরে উঠব এবং প্রথম টেস্টে খেলব।’