× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টপ অ্যান্ড সিরিজ

পার্থকে হারিয়ে সেমিফাইনালে বিসিবি এইচপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৮:৩৪ পিএম

১৩ বলে ৩২ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি; ছবি: বিসিবি

১৩ বলে ৩২ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি; ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড সিরিজে নিজেদের প্রথম ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৩ ম্যাচে হেরেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে তাই পার্থ স্কচার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। মাহফুজুর রহমান রাব্বির ক্যামিও ইনিংসে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে এইচপি।

শনিবার (১৭ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে পার্থ। জবাবে ১৯. ৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি। এই জয়ে ৯ দলের সিরিজে সেমিতে পা রাখল আকবর আলীর দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে লাল-সবুজের জার্সিধারীরা।

১৩০ রানের ছোট লক্ষ্য তাড়ায় ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় এইচপি। পুরো সিরিজের মতো যথারীতি ব্যর্থ হয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম (১)। তিনে নেমে ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন ইমন। আফিফ হোসেনের বদলে একাদশে সুযোগ পেয়েও সুবিধা করতে পারেননি আরিফুল ইসলামও (২)।

এরপর চতুর্থ উইকেটে আকবর আলীকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান আরেক ওপেনার জিশান আলম। অবশ্য ডানহাতি এই ব্যাটার ২৬ বলে ২৬ রান করে রানআউটে কাটা পড়েন। এরপর দলীয় ৭৭ রানে আউট হয়ে যান আকবর। এইচপির অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৫ রান। এরপর আবু হায়দার রনি ৮ বলে ৭ ও শামীম পাটওয়ারী ১৭ বলে ১৬ রানে ফেরেন।

নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারালেও দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন মাহফুজুর রহমান রাব্বি। এই তরুণ ব্যাটার ১৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার দুর্দান্ত ক্যামিওতে ৩ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে এইচপি। বোলিংয়ে পার্থের ম্যাথু কিলি একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২ উইকেট পান ঝাই রিচার্ডসন।  

এর আগে পার্থের ইনিংসে ওপেনার ত্যাগো ভিলি ৫৬ রান করেন, এজন্য অবশ্য তিনি খেলেন ৫৬ বল। তিন নম্বরে নামা বাক্সটার হোল্ট ২৬ বলে ৩৪ রান করেন। তাতে ১২৯ রানের বেশি করতে পারেনি পার্থ। প্রতিপক্ষকে অল্পের মধ্যে আটকানোর কৃতিত্বটা এইচপির বোলারদের। ম্যাচে ২টি করে উইকেট নিয়েছেন রিপন মণ্ডল ও রকিবুল হাসান। একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা