× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএ টোয়েন্টির লিগ : নিলামের আগে ক্রিকেটারদের তালিকা প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১২:৩৯ পিএম

এসএ টোয়েন্টির লিগ : নিলামের আগে ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আগামী বছরের ৯ জানুয়ারি মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক এসএ২০ লিগের তৃতীয় আসর। ৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি। আসন্ন আসরকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের প্রি-সাইনিং ও রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিরা।

চলুন এক নজরে দেখে নিই ড্রাফটের আগে ৬ দলের স্কোয়াড:

ডারবান সুপার জায়ান্টস: ব্রেন্ডন কিং, কুইন্টন ডি কক, নাভিন উল হক, কেন উইলিয়ামসন, ক্রিস ওকস, প্রেনেলান সুব্রিয়েন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, নূর আহমেদ, হেনরিখ ক্লাসেন, জন-জন স্মুটস, উইয়ান মুল্ডার, জুনিয়র ডালা, ব্রাইস পার্সনস, ম্যাথু ব্রেটকস, জেসন স্মিথ, মার্কাস স্টইনিস।
জোবার্গ সুপার কিংস: ফাফ ডু প্লেসি, মঈন আলী, জনি বেয়ারস্টো, মাহেশ থিকশানা, ডেভন কনওয়ে, জেরাল্ড কোয়েতজে, ডেভিড ভিসে, লুস ডু পোলি, লিজাড উইলিয়ামস, নান্দ্রে বার্গার, ডোনাভন ফেরেইরা, ইমরান তাহির, সিবোনেলো মাখায়া, তাবরাইজ শামসি।
এমআই কেপটাউন: রশিদ খান, বেন স্টোকস, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, আজমতউল্লাহ ওমরজাই, ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, নুয়ান থুসারা,কনর এস্টারথুজেন, ডেলানো পটজেটার, রাসি ভ্যান ডার ডাসেন, থমাস কাবের, ক্রিস বেঞ্জামিন।
প্রিটোরিয়া ক্যাপিটালস: অ্যানরিখ নরকিয়া, জেমস নিশাম, উইল জ্যাকস, রহমানুল্লাহ গুরবাজ, উইল স্মিদ, মিগেল প্রিটোরিয়াস, রাইলি রুশো, অ্যাথান বশ, ওয়াইন পারনেল, সেনুরান মুথুস্যামি, কাইল ভ্যারেইনে, ড্যারিন ডুপাভিলন, স্টিভ স্টক, তিয়ান ভ্যান ভুরেন।
পার্ল রয়্যালস: ডেভিড মিলার, মুজিব উর রহমান, স্যাম হেইন, জো রুট, দীনেশ কার্তিক, কিউনা মাফাকা, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, বিজর্ন ফরটুইন, লুঙ্গি এনগিদি, মিচেল ভ্যান বুরেন, কেইথ দুডজিওন, নাকাবা পিটার, আন্দিলে ফেহলুকায়ো, কোডি ইউসুফ, জন টার্নার, ডায়ান গ্যালিম, জ্যাকব বেথেল।
সানরাইজার্স ইস্টার্ন কেপ: এইডেন মার্করাম , জ্যাক ক্রলি, রুলফ ভ্যান ডার মারউই, লিয়াম ডওসন, ওটিনেল বার্টম্যান, মার্কো জেনসেন, বেয়ার্স সোয়ানেপিওল, কালিব সেলেকা, ট্রিস্টিয়ান স্টাবস, জর্ডান হারমান, প্যাট্রিক ক্রুগার, ক্রেইগ ওভারটন, টম অ্যাবল, সাইমন হার্মার, আন্দিলে সিমিলেন, ডেভিড বেডিংহাম। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা