× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিবেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ২০:৪৬ পিএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিবেন আতহার আলি খান; ফাইল ছবি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিবেন আতহার আলি খান; ফাইল ছবি

দুই ম্যাচের টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর করাচিতে ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত। আসন্ন এই সিরিজের জন্য ধারাভাষ্যকারদের তালিকা ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন সিরিজে ধারাভাষ্যকার হিসেবে রাখা হয়েছে পাঁচ জনকে এবং উপস্থাপক রাখা হয়েছে একজন। তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আতহার আলি খান। তিনি ছাড়া তালিকায় থাকা বাকি ধারাভাষ্যকার হলেন, আমির সোহেল, বাজিদ খান, নিক কম্পটন এবং উরুজ খান। উপস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে সিকান্দার বখতকে।

এদিকে, আসন্ন সিরিজের জন্য পাঁচজনের একটি আম্পায়ারের তালিকাও প্রকাশ করা হয়েছে। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। আর থার্ড আম্পায়ার হিসেবে ইংল্যান্ডের মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের রশিদ রিয়াজ।

এরপর করাচি টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক। এ টেস্টে রিচার্ড কেটলবরো তৃতীয় আম্পায়ার ও পাকিস্তানের আসিফ ইয়াকুব চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা