প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৪:৩২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১৫:০৩ পিএম
গায়ানায় ১৩ বছর পর হওয়া টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। দক্ষিণ আফ্রিকা ১৬০ রানে গুটিয়ে যাওয়ার পর ৭ উইকেটে ৯৭ রান তুলে দিন পার করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার ও নান্দ্রে বার্গারের তোপে পড়ে ক্যারিবিয়ানরা। তারা দিন শেষ করে ৭ উইকেটে ৯৭ রান নিয়ে। টস জিতে এদিন ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
তবে যে আশায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তা পূরণ করতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ২০ রানেই তারা হারান টনি ডি জর্জি, এইডেন মার্করাম ও টেম্বা বাভুমাকে। ৫৭ রান পর্যন্ত আর কোনো উইকটে হারাননি প্রোটিয়ারা। তবে এরপর আবারও শুরু হয় উইকেটের মিছিল।
৫৭ রান থেকে ৯৭ রানের মধ্যে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও কাইল ভেরেইন্নি ছাড়া কেউই ২ অঙ্কের রানের দেখা পাননি। ৯৭ রানে ৯ উইকেট হারানো দল যখন ১০০ রানের মধ্যেই অলআউট হওয়ার শঙ্কায় তখনই আলো দেখান ডেন পিট ও নান্দে বার্গার। দশম উইকেটে এ দুজন গড়েন ৬৩ রানের জুটি। শেষ পর্যন্ত ১৬০ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ২৩ রান করে বার্গার আউট হলেও ৩৮ রানে অপরাজিত ছিলেন পিট।
ক্যারিবিয়ানদের হয়ে একাই ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ায় আগুনে বোলিং করে আলোচনায় আসা শামার জোসেফ। ১৪ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে এ উইকেট নেন তিনি। ৪৫ রান খরচায় ৩ উইকেট শিকার আরেক পেসার জেইডন সিলসের।
ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরু থেকেই ভুগতে থাকে। দলের প্রথম পাঁচ ব্যাটারদের মধ্যে একমাত্র কেসি কাটিংই ২ অঙ্কের রানের দেখা পান। ১ অঙ্কের রানেই আউট হন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, মিকাইল লুইস, আলিক আথানেজ ও কেভাম হজ। কার্টির ব্যাট থেকে আসে ২৬ রান। জশুয়া ডি সিলভা ও গুদাকেশ মোটির উইকেট হারালেও ৩৩ রানে অপরাজিত আছেন হোল্ডার।