প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১০:২৮ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১০:৪১ এএম
নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি
দেশের পট পরিবর্তনে বদলে গেছে প্রায় সবকিছুই। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে নাজমুল হাসান পাপন। অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতেও সম্মত হয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে বোর্ডের বেশ কয়েকটি বিশ্বস্তসূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সভাপতির পদ ছাড়তে প্রস্তুত নাজমুল হাসান পাপন। খুব শিগগির পদত্যাগপত্র পাঠাবেন। এরপর ডাকা হবে বোর্ডসভা।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো জরুরি কারণে সভাপতিকে সরে যেতে হলে প্রথমে বোর্ডসভা ডাকতে হবে। সেখানে তিনি সশরীরে না থাকলেও হবে। তার অনুমতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা শুরু করতে পারবেন। এরপর সভায় থাকা যেকোনো একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে। তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে পদত্যাগপত্র সভায় জমা দিতে হবে বর্তমান সভাপতির।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণঅভ্যুত্থানের পর থেকেই খোঁজ নেই বিসিবি সভাপতি পাপনের। সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন। যতটুকু জানা গেছে, এ মুহূর্তে সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন তিনি। বোর্ড সভাপতি পাপন ছাড়াও বিসিবির আরও ১৩ পরিচালক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
২০১২ সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন। এর পরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা ১২ বছর এ পদেই ছিলেন। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে।