× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের স্পিনাররা পরিণত : মুশতাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ২১:৩৮ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ২২:২২ পিএম

বাংলাদেশের স্পিনাররা পরিণত : মুশতাক

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই লেগস্পিনারের অধীনে স্বল্প সময়েই যথেষ্ট উন্নতি করছেন টাইগার স্পিনাররা। বিশেষ করে কুড়ি কুড়ির বিশ্বকাপে লেগস্পিনার রিশাদ হোসেনের উন্নতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু বিশ্বকাপের পরেই বিসিবির দায়িত্ব ছেড়ে চলে যান মুশতাক। অবশ্য যতটুকু সময় ছিলেন, তাতেই বাংলাদেশি স্পিনারদের মনে ধরেছে তাকে।

মুশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আগেই ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিতে চুক্তিবদ্ধ হওয়ায় সেটা সম্ভব হয়নি। অবশ্য পাকিস্তান সফরের জন্য খণ্ডকালীন সময়ের জন্য তাকে পেয়েছে বিসিবি। বাংলাদেশ দলের স্পিনারদের উন্নতির জায়গা দেখলেও তাদের বেশ পরিণত মনে করছেন মুশতাক। তাই তাইজুল-মিরাজদের রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন এই কিংবদন্তি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) লাহোরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মুশতাক। কিংবদন্তি এই লেগি তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজদের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তারা কোচেবল। মুশতাক বলেন, ‘তারা কোচেবল মানুষ, আমি এটি বলব। এর মানে তারা ভালো শ্রোতা। আমি ভালো সময় পার করছি তাদের সঙ্গে। তারা বেশ পরিণত। আমার অভিজ্ঞতা, আমি যতটুকু পারি, আশা করি পার্থক্য গড়ে দিতে পারব।’

আন্তর্জাতিক ক্রিকেটে তিনশর বেশি উইকেট নেওয়া মুশতাক আরও বলেন, ‘বাংলাদেশের স্পিনাররা পরিণত, তারা খুব ভালো। মিরাজ, তাইজুল সত্যিকার অর্থে ভালো স্পিনার, ম্যাচ উইনার। তারা অনেক ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন। তো তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য বেশ সম্মানের। অনেক ভালো ছেলে তারা।’

কোচ হিসেবে নিজের দায়িত্বটাও দারুণভাবে বর্ণনা করে দেন মুশতাক, ‘আমার সব সময় ভূমিকা হচ্ছে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয়াদি নিয়ে কথা বলা। ম্যাচের মাঝে তো টেকনিক্যাল অত আলাপ চলে না। ট্যাকটিক্যালি আপনাকে স্পিনারদের বলতে হবেÑঅ্যাঙ্গেল ব্যবহার করা, পিচ পড়তে পারা, কোন গতিতে বোলিং করতে হবে, কোন ব্যাটারের জন্য কেমন ফিল্ডসেট করতে হবে। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, এসব রিমাইন্ডার আপনার প্রয়োজন।’

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে দ্বিতীয় টেস্ট খেলতে নাজমুল হাসান শান্তর দল মাঠে নামবে ৩০ আগস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা