× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সিরিজে এক স্পিনার, ব্যাখ্যা দিলেন গিলেস্পি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ২১:৩৬ পিএম

বাংলাদেশ সিরিজে এক স্পিনার, ব্যাখ্যা দিলেন গিলেস্পি

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত আসন্ন সিরিজের জন্য দুই দল আগেই স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে পাকিস্তানের স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কেবল একজন আবরার হোসেন। এমন দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অবশ্য দলে এক স্পিনার রাখার কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের টেস্ট দলের নতুন কোচ জেসন গিলেস্পি।

রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে আগামী ২১ আগস্ট থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের ভারসাম্য নিয়ে কথা বলেছেন কোচ গিলেস্পি। ৪৯ বছর বয়সি সাবেক এই অস্ট্রেলিয়ার তারকা পেসার পাকিস্তানের টেস্ট দলটিকে যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।

গিলেস্পি বলছেন, তার দলে দুজন বিশেষজ্ঞ স্পিনারই আছেন। আগা সালমানকেও স্পিনার হিসেবেই বিবেচনা করছেন পাকিস্তানের সাদা পোশাকের নয়া হেড মাস্টার, ‘আমার মতে আমাদের দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে। সালমান আলি আগা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। আমি যতটুকু দেখেছি অফ-স্পিনে তার যথেষ্ট সামর্থ্য আছে। আর আবরার অবশ্যই বেশ ভালো তরুণ একজন বোলার, যে ক্যারিয়ারের শুরুর পর্যায়ে আছে।’

৩০ বছর বয়সি আগা সালমান মূলত অলরাউন্ডারই। ক্যারিয়ারের ১২ টেস্টের ১৯ ইনিংস বল করে পেয়েছেন ১২ উইকেট। ইনিংসে সেরা বোলিং ফিগার ৭৫ রানে ৩ উইকেট। যেটি এসেছিল গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে। দেশের মাটিতে সেটিই এখন পর্যন্ত পাকিস্তানের শেষ টেস্ট। এমনিতে এ বছরের জানুয়ারির পর পাকিস্তান টেস্ট খেলেনি। তবে গিলেস্পির বিশ্বাস, লম্বা বিরতির পর টেস্টে ফিরতে যাওয়া দলটির ভারসাম্য বেশ ভালো।

বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর এক সিরিজের অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন গিলেস্পি, ‘আমি মনে করি আমরা যথেষ্ট প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের অনেক সিম (পেসার) বোলিং এবং স্পিন বোলিং বিকল্প হাতে আছে। এর সঙ্গে ব্যাটিংও সবদিক দিয়ে পরিপূর্ণ। আমার বিশ্বাস, আমরা সব বিভাগেই সামর্থ্যবান। তাই পাকিস্তানের টেস্ট দলের জন্য এটি খুবই রোমাঞ্চকর সময় হতে যাচ্ছে।’

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, পিন্ডি স্টেডিয়ামের পিচ পেসারদের অনুকূলে থাকতে পারে। আর তেমনটা হলে পাকিস্তানের প্রথম টেস্টের একাদশে দেখা যেতে পারে চারজন পেসার। শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজার খেলা মোটামুটি নিশ্চিত। চতুর্থ পেসার হিসেবে খুররম শেহজাদ কিংবা মোহাম্মদ আলিকে দেখা যেতে পারে। আর একমাত্র স্পিনার হিসেবে দলে থাকতে পারেন সালমান আগা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা