প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৯:৪৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ২০:৪৭ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে আছেন জসপ্রিত বুমরাহ। ভারতের তারকা পেসার ছিলেন না সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও। সেই বিশ্রাম দীর্ঘায়িত করে আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ডানহাতি এই পেসারকে বিশ্রামে রাখা হতে পারে। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
সূত্রটি পিটিআইকে বলেছে, ‘সে (বুমরাহ) তার শরীরের অবস্থা ভালোভাবে জানে। এটা তার ওপর নির্ভরশীল যে সে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে কি না। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা অস্ট্রেলিয়া সিরিজের পাঁচ টেস্টে ১২০% ফিট বুমরাহকে চান। এর আগে ভারতের মাটিতে নিউজিল্যান্ড সিরিজও রয়েছে। সে হয়তো সেখানে খেলে পরবর্তীতে কঠিন সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’
চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সিরিজ শেষেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিতরা। সেই দুটি সিরিজকে গুরুত্ব দিতেই বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই।
বাংলাদেশ সিরিজে বুমরাহকে বিশ্রাম দিলে আর্শদীপ সিং এবং খলিল আহমেদের মধ্যে কাউকে স্কোয়াডে নিতে চায় ভারত। তবে টেস্টে এখনও দুজনের কারোরই অভিষেক হয়নি। রাহুল দ্রাবিড় প্রধান কোচ থাকতেই আর্শদীপকে লাল বলের জন্য প্রস্তুত করা হচ্ছিল। মাঝে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলানোও হয়েছিল তাকে। আরেক বাঁহাতি পেসার খলিল ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নিয়মিত মুখ। জাতীয় দলে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলা হয়েছে। আরেক বাঁহাতি পেসার যশ দয়াল স্কোয়াডের আলোচনায় থাকলেও বাকি দুজনের চেয়ে কিছুটা পিছিয়ে আছেন তিনি।