× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়া দলে নতুন মুখ মাফাকা-স্মিথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৮:৫৯ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৯:২৩ পিএম

প্রোটিয়া দলে ডাক পেয়েছেন পেসার কিউনা মাফাকা (বামে) ও ব্যাটার জেসন স্মিথ (ডানে); কোলাজ ছবি

প্রোটিয়া দলে ডাক পেয়েছেন পেসার কিউনা মাফাকা (বামে) ও ব্যাটার জেসন স্মিথ (ডানে); কোলাজ ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের পর প্রথমবারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৩ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ব্রায়ান লারা স্টেডিয়ামে পরের দুই ম্যাচ ২৫ ও ২৭ আগস্ট। ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই তরুণ পেসার কিউনা মাফাকা ও ব্যাটার জেসন স্মিথ।

এ বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২১ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন মাফাকা। দক্ষিণ আফ্রিকার এই তরুণ পেসার পরবর্তীতে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পান। আর তরুণ ব্যাটার স্মিথ সিএসএর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৪১ দশমিক ৫৭ গড়ে ২৯১ রান করে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। দলের প্রয়োজনে বল হাতেও পারদর্শী তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ ও মার্কো জানসেনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া কাঁধের ইনজুরি থেকে এখনও সুস্থ হয়ে না উঠতে পারায় দলে জায়গা হয়নি গত মে মাসে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া স্পিনার নাকাবা পিটারের। দলে ফিরেছেন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া রাসি ভ্যান ডার ডুসেন। 

এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের স্পিন বিভাগের মূল দায়িত্ব থাকবেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ তালিকায় থাকা বিয়র্ন ফরচুনের কাঁধে। পেস আক্রমণ সামলাবেন লুঙ্গি এনগিডি। তার সঙ্গে রাখা হয়েছে ওটনিয়েল বার্টমান, নান্দ্রে  বার্গার ও লিজাড উইলিয়ামসকে। পেস অলরাউন্ডার হিসেবে আছেন ভিয়ান মুল্ডার ও প্যাট্রিক ক্রুগার। আর ব্যাটিং ইউনিট সামলাবেন রেজা হেনড্রিকস, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবসরা।

দক্ষিণ আফ্রিকা দল : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমান, নান্দ্রে বার্গার, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফরচুন, রেজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, লিজাড উইলিয়ামস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা