× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসির প্রস্তাব নাকচ বিসিসিআইয়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৭:২৫ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৭:৩১ পিএম

আইসিসির প্রস্তাব নাকচ বিসিসিআইয়ের

অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসরটি আয়োজন করতে পারবে কি না আইসিসি তা নিশ্চিত নয়। তাই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু আইসিসির সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিসিসিআই সচিব জয় শাহর বরাত দিয়ে জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন দেশের প্রথমসারির এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, বিসিসিআইকে এমন কোনো অনুরোধ বোর্ডের তরফ থেকে করা হয়নি।

ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সংবাদমাধ্যমটিতে জয় শাহর মন্তব্য, ‘তারা বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে না করেছি। তখন (অক্টোবরে) মৌসুমি বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই—এমন ধারণা আমি দিতে চাই না।’

এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়ার মুম্বাই অফিসে টাইমস গ্রুপের সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব বিষয়ে কথা বলেন জয় শাহ। ক্রিকবাজ ও ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে, বিসিসিআইকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ করেছে আইসিসি।

গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর আইসিসি জানিয়েছিল, ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ১০ দলের আসরটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি। তখন বিকল্প দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের নামও উঠে এসেছে।

সে সময় আইসিসির একজন মুখপাত্র বলেছিলেন, ‘আইসিসি খুব ভালোভাবে বিসিবির সাথে বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং তাদের নিরাপত্তা সংস্থা ও আমাদের স্বাধীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরামর্শ চলছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী সকলের নিরাপাত্তা আমাদের প্রধান বিবেচ্য বিষয়।’

এদিকে আগামী মাসে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬ অক্টোবরে গোয়ালিয়রে ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

জয় শাহ আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়েও কথা বলেছেন। তার মতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ বিসিসিআইয়ের কাছে গুরুত্বপূর্ণ, ‘তাদের (বাংলাদেশ কর্তৃপক্ষ) সঙ্গে কথা হয়নি। সেখানে নতুন সরকার গঠন হয়েছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। নয়তো আমি তাদের সঙ্গে যোগাযোগ করব। আমাদের কাছে বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা