× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়িতে অগ্নিসংযোগ

নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার না চেয়ে উল্টো ক্ষমাপ্রার্থী মাশরাফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৩:২২ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৩:২৯ পিএম

মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা

মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের করতেই বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে তাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বাদ যায়নি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়ি। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য বিচার চাইবেন না বলে দেশের একটি অনলাইন নিউজ ওয়েবসাইটে জানান জাতীয় দলের সাবেক এ সফল কাপ্তান।

সরকারের কাছে নিজের নড়াইলের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের বিচার চাইবেন না মাশরাফি, ‘নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য। এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি-ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি, এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারো কাছেই বিচাই চাইব না। কোনো অভিযোগ নেই।’ 

বিচার চাইতে হলে সেটা যাবে নড়াইলের মানুষের বিরুদ্ধে। যেটা মাশরাফি কোনোভাবেই চান না, 'খুলনা-যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি। হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ-ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনো কারও ক্ষোভ থাকলে, আমি ক্ষমাপ্রার্থী।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকার জন্য অনুতপ্ত মাশরাফি। দেশের বিপদের সময় কিছু করতে না পারার কষ্টের আগুনে পুড়ে চলেছেন তিনি, ‘দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে। সবসময়ই থেকে যাবে।’

নিজের মানসিক অবস্থা মাশরাফি বলেন, 'শারীরিকভাবে ঠিক আছি। মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই। আছি আর কী। ঢাকাতেই আছি, পরিবারের সঙ্গে।'

বিসিবিতে কাজ করতে চান না মাশরাফি, 'যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে, সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি। কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলব, এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে এটা অনেকটা সুযোগসন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয়, এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে। কেউ কখনও সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকব। কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই। ডিজার্ভও করি না।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা