প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২০:১০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ২০:৩৯ পিএম
কালমার এআইকে এফকের অধিনায়ক মারকুস হেরমান। সংগৃহীত ছবি
সামাজিক প্ল্যাটফর্মগুলোতে
প্রতিদিনই লক্ষ-কোটি ভিডিও পোস্ট হয়। এর মধ্যে কয়টা আপনার-আমার নজরে আসে! হৃদয় ছুঁয়ে
যাওয়া বা আলোচিত কোনো ঘটনা ছাড়া বাকিগুলো জমে অদেখার ঝুলিতে। কিন্তু সুইডেনের অখ্যাত
ক্লাব কালমার এআইকে এফকের অফিসিয়াল এক্সে করা একটি ভিডিও কেন কোটি মানুষের মন জয় করেছে?
নিশ্চয়ই তাতে ছিল বিশেষ কিছু, যা হৃদয় ছুঁয়েছে সবার।
৭ আগস্ট ১ মিনিট ১৩ সেকেন্ডের
একটি ভিডিও পোস্ট করে সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার। যার ক্যাপশনে লেখা ছিল,
‘ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’ ভিডিওতে দেখা যায় দলের খেলোয়াড়রা
ট্রিমার দিয়ে নিজেদের মাথা ন্যাড়া করছেন। সেই ভিডিওর মাঝে ড্রেসিংরুমে ঢুকতে দেখা যায়
ক্লাবটির অধিনায়ক মারকুস হেরমানকে। সতীর্থদের দেখে এ সময় আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি।
সবাইকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায় তাকে।
মূলত হেরমান ক্যানসারে আক্রান্ত।
অধিনায়ককে খুশি করতেই এমন উদ্যোগ নেন সতীর্থরা। ক্যানসারের বিরুদ্ধে লড়াই যে হেরমানের
একার নয়, সেটি বোঝাতেই মাথা ন্যাড়া করেছেন সতীর্থরা। পাশাপাশি ক্যানসার আক্রান্ত হেরমানে
সাহায্য করতে একটি তহবিলও গঠন করেছে ক্লাবটি। তহবিল সংগ্রহের পোস্টে দলের পক্ষ থেকে
লেখা হয়েছে, ‘চলুন মারকুসকে (হেরমান) দেখাই যে সে একা নয়।’