× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে রোহিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৮:০৬ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৮:৫৭ পিএম

ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে রোহিত

পুরুষদের ওয়ানডে ক্রিকেট র‍্যাংকিংয়ে মৌলিক একটি পরিবর্তন ঘটেছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র‍্যাংকিং দুই নম্বরে। স্থানচ্যুত হয়েছেন শুভমান গিল। এক নম্বর স্থান অক্ষত রয়েছে। বাবর আজম টিকিয়ে রেখেছেন শীর্ষস্থান। চতুর্থ স্থানে যৌথভাবে ভারতীয় গ্রেট ভিরাট কোহলির সঙ্গে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আজ বুধবার সপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদ করেছে। যাতে বাবরের রেটিং ৮২৪ এবং রোহিতের ৭৬৫। প্রতিবেশী দুদেশের অধিনায়কের রেটিং পয়েন্টের ব্যবধান ৫৯।

রোহিতের সফলতার মূলে শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারলেও দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন সফরকারী দলের অধিনায়ক। দুটি ফিফটি হাঁকান তিনি। ৫২.৩৩ গড়ে তিন ম্যাচে করেন ১৫৭ রান। যা তাকে প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে দেয়। 

লঙ্কান সিরিজে শ্রীলঙ্কার চার ব্যাটার আভিষ্কা ফার্নান্দেজ, কুশল মেন্ডিস, নিশাঙ্কা ও দুনিথ ভেল্লালাগে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন। ফলও পান অল্পসময়ে। সেরা দশে উঠে এসেছেন নিশাঙ্কা। পাঁচ ধাপ উন্নতি হয়েছে মেন্ডিসের। ৩৯তম স্থানে এখন তিনি। ২০ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে আভিষ্কা। আর ভেল্লালাগে ১৭ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা