প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৭:১৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৮:০২ পিএম
ভারত ক্রিকেট দলের বোলিং
কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরনে মরকেল। দেশটির ক্রিকেট
বোর্ডের সঙ্গে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রোটিয়া
কোচের নিয়োগের ব্যাপারটি জানিয়েছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জয় শাহ।
মরনে মরকেল সবশেষ পাকিস্তানের
বোলিং কোচের দায়িত্বে ছিলেন। মূলত ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাওয়াতে তাকে দলে
ভিড়ায় বিসিসিআই। পাশাপাশি আইপিএলে লখনৌ সুপার জায়ান্ট ও এসএটি-টোয়েন্টিতে দারবান সুপার
জায়ান্টে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
দায়িত্বপ্রাপ্তির পরই
বড় চ্যালেঞ্জে পড়তে হবে মরকেলকে। বাংলাদেশ সিরিজ তার প্রথম অ্যাসাইনমেন্ট হলেও অস্ট্রেলিয়ার
বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলবে তার শিষ্যরা। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো
পাঁচ ম্যাচের সিরিজ খেলবে দু’দল। এ সিরিজে ভারতের পেস বোলিং সেক্টর আরও উন্নত করার
দায়িত্ব মরকেলে কাঁধে।
৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক
ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মরকেল। দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৮৬টি, ১১৭টি ওয়ানডে
ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে মোট ৩০৯ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ১৮৮ ও টি-টোয়েন্টিতে
তুলেছেন ৪৭ উইকেট। ডেল স্টেইন ও ফিলান্ডারের সঙ্গে জুটি বেঁধে একটা সময় প্রোটিয়া পেস
অ্যাটাকের অন্যতম সেরা বোলার ছিলেন মরকেল।