× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ অভিষেক হচ্ছে এমবাপে-এনদ্রিকের!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৭:২৫ পিএম

আজ অভিষেক হচ্ছে এমবাপে-এনদ্রিকের!

চুক্তি পর্ব, আনুষ্ঠানিকতা ও পরিচয় পর্ব, সবই শেষ। অপেক্ষা রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামার। সেটিরও অবসান হতে যাচ্ছে। ইউরোপিয়ান সুপার কাপে আটলান্টার বিপক্ষে আজ বুধবার রিয়ালের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কিলিয়ান এমবাপের। একই রাতে অভিষেক হতে পারে ব্রাজিলের ১৮ বছর বয়সি এনদ্রিকেরও। নতুন মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এই দুই তারকাকে স্কোয়াডে রেখেছেন কার্লো আনচেলত্তি।

পোল্যান্ডের পিজিই ন্যারোদায় রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল ও আটলান্টা। এই ম্যাচ দিয়ে আসর শুরু হবে লস ব্লাঙ্কোসদের। ম্যাচটি গুরুত্বসহকারে দেখছেন আনচেলত্তি। এমন ম্যাচে অবশ্য পুরো স্কোয়াডকেই পাচ্ছেন রিয়াল বস। ২৩ জনের স্কোয়াডে চোটে থাকা দাভিদ আলাবাকেও রেখেছেন। যদিও ২০২৫ সাল পর্যন্ত তার মাঠের বাইরেই থাকার কথা।

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে যুক্তরাষ্ট্র সফরে দলের সঙ্গে ছিলেন এনদ্রিক। মিলানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই গুরুর মনজয় করেন ব্রাজিল ফরোয়ার্ড। ওই ম্যাচে প্রথমার্ধের পুরো সময় খেলেন। স্কোরের দেখা না ফেলেও এনদ্রিকের খেলায় আনচেলত্তি এতই মুগ্ধতা দেখান, তাকে ‘বিশেষ’ অ্যাখা দেন। অল্প সময়ে স্থান পরিবর্তন ও গতির জন্যই তাকে পছন্দ করেন আনচেলত্তি।

এমবাপের পরিস্থিতি অবশ্য ভিন্ন। ইউরোতে নাক ভেঙেছিল ফরাসি অধিনায়কের। চিকিৎসার জন্য খেলা থেকে দূরে ছিলেন। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে সফরে ছিলেন না। তবে তিনি যে ইউরোপিয়ান সুপার কাপ দিয়ে ফিরবেন, তা আগে থেকেই বলাবলি হচ্ছিল। এ নিয়ে আনচেলত্তি একাধিকবার ইঙ্গিতও দিয়েছিলেন। এমনকি গত কয়েক দিনে রিয়ালের অনুশীলনে নিয়মিত মুখ এমবাপে। তাকে নিয়েই মৌসুমের শুরুটা রাঙাতে চান কোচ।

এমবাপে ও এনদ্রিকের উপস্থিতিতে রিয়ালের আক্রমণভাগ যেমনটা শক্তিশালী হয়েছে, তেমনই মধুর সমস্যাও দেখা দিয়েছে। ব্যালেন্সড আক্রমণভাগ সাজাতে গিয়ে বেশ হ্যাপা পোহাতে হবে ইতালীয় কোচকে। এক্ষেত্রে ফুটমোভ-বিবিসি স্পোর্টস যেসব সম্ভাব্য শুরুর একাদশ সাজিয়েছে তাতে এনদ্রিককে রাখা হয়নি। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপে ও জুড বেলিংহামকে রেখেছে তারা। সেক্ষেত্রে বদলি হিসেবে নামতে পারেন এনদ্রিক।

নতুন মৌসুমে রিয়াল মাত্র দুজন খেলোয়াড়ই কিনেছে। এনদ্রিকের অভিষেক নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। তবে রিয়ালে ফরাসি তারকা এমবাপের অভিষেক কবে, এটা নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। হয়তো আজই সব প্রশ্নের উত্তর মিলতে পারে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা