প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১২:৫৬ পিএম
লাওতারো মার্তিনেজ। সংগৃহীত ছবি
গুঞ্জনটা অনেক দিন ধরেই ছিল, ইন্টার মিলানের সঙ্গে নতুন চুক্তি করতে পারেন লাওতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত সিরি আর ক্লাবেই ফের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সালের জুন পর্যন্ত নেরারুজ্জিদের হয়ে খেলবেন তিনি।
সোমবার এক বিবৃতি দিয়ে মার্তিনেজের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান। অথচ প্রায় প্রতি মৌসুমেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে আসছিল। তবে ইউরোপে ইন্টারের হয়েই খেলে চলেছেন এ ফরোয়ার্ড। খেলবেন আরও পাঁচ মৌসুম।
নতুন চুক্তির বিষয়টি সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমের শেষ দিকেই প্রায় চূড়ান্ত ছিল। মৌখিক আলোচনা হয়েছিল গত ডিসেম্বরে। তবে নানা কারণে ঝুলে থাকলেও শেষ পর্যন্ত হয়েছে চুক্তিটি। আগের চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত সানসিরোতে খেলার কথা ছিল মার্তিনেজের।
জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে ৭ মিলিয়ন ইউরো বেতন পাবেন মার্তিনেজ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ কোটি টাকা। তাতে ক্লাবের সর্বোচ্চ উপার্জনকারী হয়ে উঠবেন ইন্টারের জার্সিতে এখন পর্যন্ত দুটি করে সিরি আ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতা এ ফরোয়ার্ড।
এর আগে ২০১৮ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ইন্টার মিলানে যোগ দেন মার্তিনেজ। ইতালিতে প্রথম মৌসুম থেকেই জ্বলে ওঠেন তিনি। গত মৌসুমে তো ছিলেন দুর্দান্ত ছন্দে; ২৪ গোল করে সিরি আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন মার্তিনেজ।