প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১১:১৪ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১১:৪৮ এএম
বুধবার লিগস কাপে শেষ ষোলোর ম্যাচে মিয়ামিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কলম্বাস। সংগৃহীত ছবি
পিএসজি ছেড়ে গেল বছরই ইন্টার মিয়ামিতে যোগ দেন লিওনেল মেসি। লিগস কাপ জিতিয়ে মিয়ামিকে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন তিনি। শিরোপা রক্ষার মিশনে এবার আর্জেন্টাইন তারকাকে পায়নি মিয়ামি। মেসিবিহীন দলটির তরি ডুবিয়ে দিল কলম্বাস ক্রু।
চোটে পড়া মেসি যে লিগস কাপের এ ম্যাচে খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল। বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মিয়ামি এগিয়েই ছিল অনেকটা সময়। ‘বাঁচা-মরার ম্যাচটিতে’ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেসিদের দল। দুর্দান্তভাবে ফিরে এসে মিয়ামিকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বাস। এবারের লিগস কাপে মেসিকে ছাড়া মিয়ামির পথচলা শেষ হয়ে গেল চার ম্যাচেই।
মেসি না খেললেও তার সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটসরা বুধবার ইন্টার মিয়ামির প্রথম একাদশে ছিলেন। ম্যাচ শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় মিয়ামি। দিয়েগো গোমেজের পাস রিসিভ করে ১০ মিনিটে হেডে দুর্দান্ত গোল করেন ফরোয়ার্ড মাতিয়াস রোহা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মিয়ামি।
প্রথমার্ধে অ্যাসিস্ট করা গোমেজই দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন। ৬২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে ডান পায়ের শটে মিয়ামিকে দ্বিতীয় গোল এনে দেন গোমেজ। কলম্বাস ক্রুর ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৬৭ মিনিটে মার্ক আর্ফস্টেনের পাস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন কলম্বাস স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ। ব্যবধান কমানো কলম্বাসকে দ্রুত সমতায় ফেরান ডিয়েগো রসি। ৬৯ মিনিটে হুয়ান ক্যামিলো হার্নান্দেজের ক্রস থেকে বল রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্য ভেদ করেন রসি।
২ মিনিটে ২ গোলে সমতায় ফেরা কলম্বাসকে ব্যবধান বাড়াতে সাহায্য করেন রসিই। ৮০ মিনিটে মোহাম্মদ ফারসির থ্রু বল রিসিভ করেন রসি। তারপর ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন রসি। ৬৭ থেকে ৮০-১৩ মিনিটে এ ৩ গোলই মূলত কলম্বাসের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মিয়ামিকে লিগস কাপ থেকে বিদায় করেই ছাড়ল কলম্বাস।