প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১১:০৩ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১১:৪৩ এএম
বাংলাদেশ-ভারত টি-২০ ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এনেছে বিসিসিআই। সংগৃহীত ছবি
নিজেদের হোম সিরিজের সময়সূচিতে দুটি পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের বিপক্ষে ৬ অক্টোবর ধর্মশালার ম্যাচটি সরিয়ে গোয়ালিয়রে নেওয়া হয়েছে। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু অদলবদল করে যথাক্রমে কলকাতা এবং চেন্নাইতে নিয়েছে দেশটির বোর্ড।
বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমগুলোতে আপগ্রেড এবং সংস্কারের কাজ চালানোর কারণে ধর্মশালা থেকে গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ভেন্যুতে পরিবর্তন করতে হয়েছে।’ এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ধর্মশালার আউটফিল্ড খেলার জন্য প্রস্তুত না থাকায় ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টটি ইন্দোরে স্থানান্তর করা হয়েছিল।
পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেও দুই ম্যাচের টেস্ট সিরিজের পর অক্টোবরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-২০ হবে নতুন মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। ২০১০ সালের পর এ শহরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। এ মাঠেই পুরুষদের ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার।
আগামী বছর জানুয়ারিতে হতে যাওয়া ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতেও অদলবদল করা হয়েছে। এ সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল চেন্নাইয়ে। কিন্তু বিসিসিআই প্রথম ম্যাচের ভেন্যু পাল্টে কলকাতায় নিয়েছে। আর কলকাতা থেকে দ্বিতীয় ম্যাচটি সরিয়ে নিয়ে আসা হয়েছে চেন্নাইয়ে। কলকাতা পুলিশ প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে দ্বিতীয় ম্যাচের ভেন্যু পাল্টানোর অনুরোধ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি)। সিরিজের পাঁচটি ম্যাচ হবে যথাক্রমে ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি।