প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২১:১১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ২১:২০ পিএম
অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। গতকাল মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে হারিয়েছিল ৭৭ রানের বিশাল ব্যবধানে। তবে আজ নিজেদের দ্বিতীয় মাচে এসে হেরে গেল আকবর আলীর দল। ব্যাটিংয়ে টপ অর্ডারের গড়ে দেওয়া ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহের পরও বোলারদের ব্যর্থতায় তাসমানিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি।
সোমবার (১২ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া টাইগার্স।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশের দল। ওপেনিং জুটিতে ৮.৩ ওভারে ৭৩ রান তুলে ফেলে তানজিদ হাসান তামিম ও জিসান আলম। জুনিয়র তামিম ২৯ বলে ২৮ রান করে আউট হলে জুটি ভাঙে। পরের বলেই জিসান বিদায় নেন। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৮ রানের ইনিংস। এরপর স্কোরাবোর্ডে আরও ১৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব (১০)।
১৫ রানের মধ্যে ৩ উইকেট হারালে রান রেটে কিছুটা প্রভাব পড়ে এইচপির। তবে পারভেজ হোসেন ইমনের ২৯ বলে অপরাজিত ৩৯ রানের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর করে। আগের ম্যাচেও ৪৮ বলে ৬৯ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তাসমানিয়ার বোলারদের মধ্যে গাবে বেল সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান কাইরন এলিয়েট ও নিবেথান রাধাকৃষ্ণন।
১৬৭ রানের জবাবে খেলতে নামা তাসমানিয়াকে ভালোভাবে চেপে ধরেছিলেন এইচপির বোলাররা। ৭ বলে ৬ রান করে ফেরেন টিম ভারাদ। তার বিদায়ে ১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে নিবেথান রাধাকৃষাণও সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৫ রান। তবে নিকোলাস ডেভিনকে নিয়ে দলকে টেনে তুলেন চার্লি ভাকিম। দেভিন করেন ৩০ রান। আর ভাকিমের ব্যাট থেকে এসেছ ২৫ রান।
এরপর তাসমানিয়া উইকেটরক্ষক ব্যাটার জ্যাক ডোরান একা হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তার ৩৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসে ১৯.৩ ওভারে জয় পায় তাসমানিয়া। এইচপির রাকিবুল হাসান দুটি উইকেট শিকার করেন। শেখ পারভেজ জীবন, আবু হায়দার রনি ও মাহফিজুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।