পাকিস্তানের বিপক্ষে সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২০:৫৭ পিএম
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসকিন; ছবি: আ. ই. আলীম
বাংলাদেশ দলে পেস ইউনিটের নেতা তাসকিন
আহমেদ। ডানহাতি এই পেসার জাতীয় দলে খেলছেন এক দশক। কিন্তু ইনজুরির কারণে দলে ধারাবাহিক
হতে পারেননি। তবে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই দলে অপরিহার্য হয়ে উঠেছেন এই পেসার।
মাঝে কাঁধের পুরোনো চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে তাসকিন সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন।
সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজে ছিলেন না। তবে আসন্ন পাকিস্তান সিরিজ
দিয়ে আবার সাদা পোশাকে ফিরছেন টাইগার স্পিডস্টার।
আজ সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসকিন। নিজের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে এই পেসার বলেন, ‘অনেক দিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি উদ্দীপ্ত। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন। আপনারা জানেন যে, আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার কাঁধ ভালো থাকে।’
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে
গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর ৩০ আগস্ট করাচিতে আয়োজিত হবে দ্বিতীয়
টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। যদিও তাসকিন খেলবেন শুধু
দ্বিতীয় টেস্টে। এর আগে অবশ্য তিনি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে
দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলবেন। আসন্ন সিরিজে ম্যাচ জেতাতে চান ২৯ বছর বয়সি এই পেসার,
‘দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি। আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন
হয়েছে, আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি।’
বর্তমানে টেস্ট ক্যাটাগরির কেন্দ্রীয়
চুক্তিতে নেই তাসকিন। চলতি বছরেও সাদা পোশাকে মাঠে নামেননি তিনি। সর্বশেষ টেস্ট খেলেছেন
গত বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। লম্বা সময় ধরে টেস্ট থেকে বিরতিতে থাকায় তাকে
ফেরার জন্য লম্বা স্পেলিংয়ে বোলিংয়ের অনুশীলন করতে হবে। এজন্য বেশ কিছুদিন ধরেই মিরপুরে
অনুশীলন করেছেন। তাসকিনকে ফেরানোর ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী
আশরাফ হোসেন লিপু। গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আবার টেস্টে খেলতে চান, এই আকাঙ্ক্ষা প্রকাশ
করেছেন তাসকিন। এজন্য ১৫ জনের জায়গায় ১৬ জনের দল দিয়েছি। ‘এ’ দলে (মোহাম্মদ) সাইফউদ্দিনের
পরিবর্তে আমরা কোনো খেলোয়াড় সংযোজন করিনি। তাসকিন দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলবেন।
যদি সেখানে ফিটনেস নিয়ে কোনো ঘাটতি না হয়, তাহলে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে তিনি থাকবেন।’
এদিকে সম্প্রতি তাসকিনের টেস্ট খেলার
সবুজসংকেত দিয়েছে বিসিবিও। বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম তার বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমকে
বলেছিলেন, ‘তাসকিন তো এতদিন টি-টোয়েন্টির জন্য খেলেছে। ওই সময়ে তো লম্বা স্পেল বল করা
হয় না। ওর কাঁধের যে সমস্যা ছিল বিশ্বকাপের সময়, ওইটা পরীক্ষা করে নিয়ে এসেছি। আসলে
ওর কাঁধের সমস্যাটা একই পর্যায়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে আপনি খেলতে
পারবেন। এর মানে হলো, সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই
তাসকিন টেস্টে অ্যাভেইলেবল আছে।’