প্যারিস অলিম্পিক ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৭:১৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৭:১৭ পিএম
মোটরসাইকেলে চড়ে স্টেডিয়াম ছাড়ছেন টম ক্রুজ।
স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নামেন টম ক্রুজ। পরে সাইকেলে চড়ে স্টেডিয়াম ত্যাগ করেন হলিউডের কিংবদন্তি এই অভিনেতা। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোন বাইলস ও লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসের কাছ থেকে অলিম্পিক পতাকা গ্রহণ করেন। পরের দৃশ্যে, তিনি সেই পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন। যদিও এই ভিডিও আগেই শ্যুট করা ছিল।
২০২৮ অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সমাপনী মঞ্চে অলিম্পিকের পতাকা বুঝে নেন ব্যাস। আর তা হস্তান্তর করেন টম ক্রুজের হাতে। গ্রেটেস্ট শো অন আর্থ তথা অলিম্পিকের ৩৪তম আসর যে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে, তা বুঝাতেই এই দৃশ্যপট দেখানো হয়। গতকাল রবিবার অলিম্পিকের সমুদ্রসৈকতে আরেকটি অনুষ্ঠানে পারফর্ম করেন গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশ। এ ছাড়া ছিল স্নুপ ডগ, রেড হট চিলি পেপার্স ও হারের পারফরম্যান্স। বিলির সঙ্গে পারফর্ম করেন তার ভাই ফিনেস। আর অলিম্পিক মশাল নিভিয়েই ১৭ দিনের আসরের সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বেইচ। তার মতে, প্যারিস অলিম্পিকে অ্যাথলেটরা অনন্য অসাধারণ পারফর্ম উপহার দিয়েছেন। তিনি বলেছেন, ‘একই ছাদের নিচে বিভিন্ন দেশের অ্যাথলেটরা শান্তিপূর্ণভাবে থেকেছেন। সেখানে একজন আরেকজনকে সম্মান করেছে। রাজনৈতিক বা যুদ্ধের কারণে দুই দেশ বিভক্ত হওয়া সত্ত্বেও তারা একজন অন্যজনের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। সত্যি কথা বলতে, আমরা একটি শান্তিপূর্ণ সংস্কৃতি তৈরি করতে সক্ষম হয়েছি।’