পাকিস্তানের বিপক্ষে সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৬:৪৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৭:০৪ পিএম
সাকিবের রাজনৈতিক পরিচয় থাকলেও মেধাকে গুরুত্ব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন— সংগৃহীত ছবি
সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা, ফিরলে দলের সঙ্গে কতদিন অনুশীলন করতে পারবেন— এমন জিজ্ঞাসার উত্তর খোঁজার আগেই বাংলাদেশ দল দেশ ছাড়ছে। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলতে অনেকটা আগেভাগেই বিমান ধরছেন নাজমুল হোসেন শান্তর দল। গতকাল সাদা পোশাকের সিরিজের দল দিয়েছে বিসিবি। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলা সাকিবকে নিয়ে আলোচনা ছিল, তিনি খেলবেন কিনা থেকে শুরু করে দলে তার জায়গা হবে কিনা! দলে আছেন সাকিব। বাংলাদেশের অন্যতম তারকা অলরাউন্ডার কেন দলে আছেন, তার ব্যাখা দিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা উঠেছিল। সাদা বলের ক্রিকেট খেলে লাল বলের দলে থাকা নিয়েও অনিশ্চিত ছিল। কদিন আগে বিসিবি থেকে জানানো হয়েছিল, ‘সাকিবের দলে থাকা নিশ্চিত হলে, তবেই অনুশীলনের পাওয়ার কথা উঠবে।’ বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন অবশ্য সাকিবের দলে থাকার কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন। তার অন্যতম সাকিবের ক্রিকেটীয় মেধা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে সাকিবের দলে থাকার ইস্যুতে প্রধান নির্বাচক বলেছেন, ‘কিছু ব্যতিক্রমী খেলোয়াড় থাকে। গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের পারফরম্যান্সে উন্নতি করতে হলে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। অনেককে এনওসি দিয়েছি। দুর্ভাগ্যবশত ভিসার কারণে সাইফউদ্দিন ও রিশাদ যেতে পারেনি। সব সময় সবাইকে অনুশীলনে পাবেন, সেটা সম্ভব হবে না। তাদের ব্যস্ততা ক্রিকেট নিয়েই ছিল।’
অনেকদিন ধরে সাদা পোশাকের ক্রিকেটে নেই সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট খেলার পর এখন অবধি তিনি ব্যস্ত সাদা বলের ক্রিকেটে। তাছাড়া সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার মিরপুরে হওয়া অনুশীলনেও থাকতে পারেননি সাকিব। তবুও গাজী আশরাফ হোসেন মনে করেন সাকিবের অভিজ্ঞতা ও পারফর্মম্যান্স এখানে সাহায্য করেছে, ‘সে তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। পারফরম্যান্স দিয়ে সাকিব নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে, বিভিন্ন সংস্করণের ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড…সবকিছু মিলিয়েই যাচ্ছে।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনের পর আওয়ামী নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর হচ্ছে। হামলার ভয়ে অনেক নেতা এখন পালিয়ে বেড়াচ্ছেন। সেই সব বিবেচনায় সাকিবের নিরাপত্তা নিয়েও থাকছে প্রশ্ন। তবে বিসিবি মনে করে, অনুশীলন বা বিসিবিতে সবার নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সাকিব মূলত দলে এসেছে মেধার কারণেই।
দল নির্বাচনের ক্ষেত্রে প্রধান নির্বাচক মেধাকেই সামনে রেখেছেন, ‘অনুশীলন সেশনে প্রত্যেকটা খেলোয়াড়, কোচের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা অবশ্যই পরিস্থিতির আলোকে দেশকে নিশ্চিত করতেই হবে। কারণ, সাকিব আল হাসান নিশ্চিতভাবেই দেশের শীর্ষ খেলোয়াড়। এখানে নির্বাচনের (দলে রাখা) ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। কারণ, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা সেটা নিয়ে ভেবেছি। কিন্তু তার নির্বাচনটা হয়েছে মেধার ভিত্তিতে। প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা হয়। আগামীতেও মেধাটাকেই গুরুত্ব দেব।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় আগেই দেশ ছাড়ে টাইগাররা। নতুন সূচিতে আজ লাহোরে পৌঁছে যাবেন শান্তরা। ১৬ আগস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড—
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।