প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৩:০১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৩:৩৫ পিএম
লুয়ানাকে একাধিক মেসেজ করেছেন নেইমার। সংগৃহীত ছবি
প্যারিস অলিম্পিক থেকে বিতাড়িত হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না লুয়ানা অলন্সোর। প্যারাগুয়ের নারী সাঁতারুর দাবি, ব্রাজিলের ফুটবল তারকা নেইমার তাকে ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছেন। অবশ্য নেইমার এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
গেমস ভিলেজের পরিবেশ নষ্ট করার অভিযোগে লুয়ানাকে অলিম্পিক থেকে বের করে দেওয়া হয়। প্যারাগুয়ের একটি রেডিওতে এমন অভিযোগের নিন্দা জানান লুয়ানা। পাশাপাশি দর্শকদের মিথ্যা তথ্য না ছড়ানোর জন্য অনুরোধও করেন এ ক্রীড়াবিদ। ওই আলোচনা-সমালোচনার মাঝে নেইমারের বিষয়টিও সামনে আনেন লুয়ানা।
লুয়ানাকে উদ্ধৃত করে মেক্সিকোর ফক্স স্পোর্টস লিখেছে, ‘সে আমাকে ডিএম (গোপনীয়তা বজায় রেখে সরাসরি মেসেজ) করেছিল। আমি শুধু এটাই বলছি। এটা (মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ বার্তা) হিসেবে রেখে দেওয়া হয়েছে।’
নেইমারের বিরুদ্ধে বিভিন্ন নারীকে এমন বার্তা পাঠানোর অভিযোগ নতুন নয়। গত বছরের শেষের দিকে এক মডেলের সঙ্গে নেইমারের চ্যাট ফাঁস হওয়ার পর সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। সৌদি আরবের আল হিলালে খেলা নেইমার আছেন চোট কাটানোর পুনর্বাসনে।