প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১১:৫৭ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১২:৩৭ পিএম
দুই স্বদেশি কোচ ও খেলোয়াড় এক হচ্ছেন আবারও। আয়াক্সে টেন হাগের কোচিংয়ে খেলেছিলেন ডি লিট। সংগৃহীত ছবি
বায়ার্ন মিউনিখ থেকে ম্যাথিয়াস ডি লিটকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি। ইপিএলের শুরু থেকেই ডি লিটকে পাওয়ার আশা রেড ডেভিলদের।
গত মৌসুমটা ইউনাইটেডের মোটেও ভালো কাটেনি। টেবিলের ৮ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে তারা। শুধু প্রিমিয়ার লিগেই রেড ডেভিলরা গোল হজম করে ৫৮টি। এবার ক্লাবের মালিকানায় পরিবর্তন আসার পর ট্রান্সফার কাঠামোতেও পরিবর্তন এনেছে ইউনাইটেড।
স্যার জিম র্যাটক্লিফের অধীনে চলতি মৌসুমে এখন পর্যন্ত বুঝেশুনে খরচ করেছে তারা। আক্রমণভাগে শক্তি বাড়ানোর পর তাদের নজর ছিল রক্ষণ মজবুত করা। আর সে লক্ষ্যে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডারের দিকে ইউনাইটেডের নজর ছিল।
২৪ বছর বয়সি ডাচ্ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিটও ইংলিশ লিগে খেলতে মুখিয়ে ছিলেন। সে সুযোগ কাজে লাগিয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। ডি লিটের জন্য রেড ডেভিলদের খরচ হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো।
কোচ টেন হাগের সঙ্গে কাজ করার আরেকটি সুযোগ হচ্ছে ডি লিটের। আয়াক্স থেকে ২০১৯-এ জুভেন্টাসে যোগ দেন ডি লিট। তিন বছর পর যোগ আসেন বায়ার্ন মিউনিখে। এবার আবার পুনর্মিলনী।