প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ২১:৩৭ পিএম
ইংলিশ ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই রোমাঞ্চকর লড়াই। গত শনিবার
লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা নির্ধারণী ফাইনালে
মুখোমুখি এফএ কাপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার
সিটি। নগর প্রতিদ্বন্দ্বীর ডার্বিতে দুইবার পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে মৌসুমের
প্রথম শিরোপা জিতেছে ম্যানসিটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর
টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় নিশ্চিত করে সিটিজেনরা।
তবে কমিউনিটি শিল্ড জয়ের পরও নাখোশ সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।
নতুন মৌসুম শুরুর আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত ভাবতে পারছেন না তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীদের
বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকরা জানতে চান, নতুন মৌসুমের জন্য সিটি কতটা প্রস্তুত? জবাবে
গার্দিওলা বলেছেন, ‘আমরা প্রস্তুত কি না, সে উত্তর আমি দিতে পারছি না। আমরা আজ (শনিবার)
হারতেও পারতাম। কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম। যে কারণে এখন অপেক্ষা করতে
হবে। আমি অনেক কিছু দেখেছি, যা আমার ভালো লেগেছে।’
গেল মে মাসেই ইউনাইটেডের কাছে এফএ কাপের শিরোপা হেরে বসেছিল ম্যানসিটি।
নতুন মৌসুম শুরুর আগে সেই রেড ডেভিলদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল সিটিজেনরা। কিন্তু
নাটকীয় ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি।
বিরতির পর ৮২ মিনিটে গেটলক ভাঙেন আর্জেন্টাইন তরুণ গার্নাচো। তবে
সেই লিড বেশিক্ষণ উপভোগ করতে পারেনি এরিক টেন হ্যাগের শিষ্যরা। ৮৯ মিনিটে অস্কার ববের
ক্রসে মাথা ছুঁয়ে ম্যানসিটিকে হারের মুখ থেকে সমতায় ফেরান বার্নাদো সিলভা।
কমিউনিটি শিল্ডের নিয়মানুযায়ী নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচ সরাসরি
গড়ায় টাইব্রেকারে। এখানেও শুরুতে পিছিয়ে পড়ে ম্যানসিটি। নিজেদের প্রথম শটে ইউনাইটেডের
ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেজ গোল পেলেও মিস করেন সিটির বার্নাদো সিলভা। তবে ইউনাইটেডের
তৃতীয় শটে জেডন সাঞ্চোর মিস আর সিটির স্যাভিও গোল করলে ফেরে সমতা। শেষ পর্যন্ত সাডেন
ডেথে ইউনাইটেডের জনি ইভান্স বল মারেন বাইরে। আর ম্যানুয়াল আকাঞ্জি পরের শটে গোল করে
নিশ্চিত করেন সিটির এবারের মৌসুমে প্রথম শিরোপা।
এর মধ্য দিয়ে সামনের মৌসুমেও সব কটি ট্রফিকে পাখির চোখ করার বার্তা
দিয়ে রাখল সিটিজেনরা। দলের খেলা নিয়ে গার্দিওলা ইতিবাচক থাকলেও সেরা ফুটবল এখনও অনেক
দূরে বলে মনে করেন তিনি, ‘আমরা এখনও নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছি। এটা স্বাভাবিক,
এটাও অবশ্য ভালো যে আমরা একটি শিরোপা জিতে শুরু করতে পেরেছি।’