প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৭:৪৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৯:৫০ পিএম
ক্যারিয়ারের সায়াহ্নে। তবুও ব্যাট হাতে খুনে মেজাজে কাইরন পোলার্ড। গতকাল শনিবার হানড্রেড বলের ক্রিকেটে ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। এ সময় পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। তাও ইতিহাসের অন্যতম সেরা স্পিনার রশিদ খানের ওভারে।
১০০ বলের এই টুর্নামেন্টের ২৪তম ম্যাচে সাউদাম্পটনে ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয় সাউদার্ন ব্রেভ। ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১২৬ রান তোলে ট্রেন্ট রকেটস। সে রান ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সাউদার্ন ব্রেভ। মন্থর গতিতে চলা ম্যাচ প্রাণবন্ত করে তোলেন পোলার্ড। ২৩ বলে ৪৫ রনের ইনিংস খেলেন। যাতে ছিল ৫টি ছয় ও দুটি বাউন্ডারি।
ম্যাচ শেষে পোলার্ড বলেছেন, ‘আমি ওর বিপক্ষে অনেক খেলেছি। অনেকবার আউটও হয়েছি। কী হচ্ছে, সেটা আমি দেখছিলাম। তবে আমি জানতাম, রশিদ কোন লেংথে বোলিং করবে। ও যদি ফুল লেংথে বোলিং করে, আমি আমার শক্তির জায়গা অনুযায়ী সোজা মারব, ও তিনটা ফুল লেংথে বল করেছে, যা আমার আয়ত্তের মধ্যে ছিল। তখন থামার অবস্থা ছিল না, সর্বোচ্চ রান নিতেই হতো। রশিদ দুর্দান্ত বোলার। কিন্তু এটা এমন একটা দিন, যেদিন আমি জিতেছি।’