× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির কার্যক্রম কীভাবে চলবে, জানালেন আসিফ মাহমুদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৬:১২ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৭:৩৫ পিএম

বিসিবির কার্যক্রম কীভাবে চলবে, জানালেন আসিফ মাহমুদ

শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এর আগে-পরে অনেক সংসদ সদস্যই দেশ ছেড়ে গেছেন কিংবা আত্মগোপনে আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থানও অজানা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব গ্রহণের পর রবিবার (১১ অগস্ট) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন আসিফ। এ সময় বিসিবির কার্যক্রম কীভাবে চলবে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানান প্রশ্নের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক এই উপদেষ্টা। সেখানে বিসিবি কীভাবে চলবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘আমাদের যে কাজগুলো চলমান আছে, সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা তাদের পরামর্শ দেওয়া ও নিতে পারব।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার, সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কি না সেই বিষয়টিও দেখতে বলেছি।’

এর আগে গত বৃহস্পতিবার বঙ্গভবনে ড. ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন আসিফ মাহমুদ। পরদিন মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়। দায়িত্ব নিয়ে আজ থেকেই কাজ শুরু করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা