× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

ডোপিংয়ে নিষিদ্ধ এলিনি-ক্লদিয়া পোলাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১৪:২৩ পিএম

এলিনি-ক্লদিয়া পোলাক

এলিনি-ক্লদিয়া পোলাক

ফের ডোপিংয়ের কালো ছায়া প্যারিস অলিম্পিকে। এ অপরাধে নিষিদ্ধ হলেন আরও একজন অ্যাথলেট। নমুনা টেস্টে নিষিদ্ধ উপাদান মেলায় সাময়িক নিষিদ্ধ হলেন গ্রিক পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক। এবারের অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট পোল ভল্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ নিয়ে এবারের অলিম্পিক ডোপ নেওয়ার অপরাধে নিষিদ্ধ হলেন চারজন অ্যাথলেট। পোলাকের আগে নমুনা পরীক্ষায় নিষিদ্ধ উপাদান মিলেছে ইরাকি জুডোকা সাজ্জাদ শেহেন, আফগান জুডোকা শামিম ফাইজাদ ও নাইজেরিয়ার বক্সার সিন্থিয়া ওগুনসেমিলোরের।

২৭ বছরের ক্রীড়াবিদ পোলাক এ তালিকার চতুর্থ ক্রীড়াবিদ। তার আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তু মিলেছে। গত মঙ্গলবার গ্রিক অলিম্পিক কমিটি (এইচওসি) জানিয়েছিল, তাদের এক ক্রীড়াবিদ গেমস ভিলেজে নিষিদ্ধ হয়েছেন। তখন অবশ্য তার নাম জানানো হয়নি।

নিষেধাজ্ঞা পাওয়ার আগে পোল ভল্টের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেন পোলাক। ইভেন্টে ৪.২০ মিটার উচ্চতা পেরিয়ে গিয়েছিলেন তিনি। তবে ফাইনাল রাউন্ডের টিকিট পেতে ৪.৪০ মিটার উচ্চতা পেরোনো দরকার ছিল তার।

পোলাক অবশ্য প্যারিসে নিজেকে নির্দোষ দাবি করছেন। মাংস খেয়ে হয়তো নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, এমনটাই অনুমান করছেন তিনি, ‘দিন কয়েক আগে আমার নমুনা পরীক্ষায় কিছু একটা পাওয়া গিয়েছিল। আমি কখনোই বাড়তি কিছু গ্রহণ করিনি। আর (নমুনায়) যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদিত সীমার মধ্যেই ছিল। যে কারণে আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার আয়রনের সমস্যা আছে। যে কারণে প্রতিদিন রেড মিট খেতে হয়। কিছু থেকে থাকলে সেটা ওই মাংসেই ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা