প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২২:৫৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ০৩:০৬ এএম
কাইলি ম্যাকিওন
নারীদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারের স্বর্ণ গেছে অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিওনের হাতে। তা আবার নতুন অলিম্পিক রেকর্ড লিখে। ২০১২ লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মিসি ফ্রাঙ্কলিন ২ মিনিট ৪.৬ সেকেন্ডে আগের রেকর্ডটি গড়েছিলেন।
শুক্রবার রাতে ম্যাকিওন সেটি ভেঙে ২ মিনিট ৩.৭৩ সেকেন্ডের টাইমিংয়ে গড়েছেন নতুন রেকর্ড। ইভেন্টটিতে ২ মিনিট ৪.২৬ সেকেন্ডে রৌপ্য জেতেন যুক্তরাষ্ট্রের রিগান স্মিথ। আর ব্রোঞ্জ জেতেন কানাডার কাইলি মাস। এজন্য তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৫.৫৭ সেকেন্ড।
অন্যদিকে নিজের গলায় হ্যাটট্রিক স্বর্ণপদক আগেই ঝুলিয়ে নিয়েছেন লিওঁ মারশাঁ। তার আগে ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হন রেকর্ড গড়ে। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির স্বর্ণপদকও জেতেন রেকর্ড ভেঙে। রেকর্ড ভাঙার বন্যা বইয়ে দিয়ে ফরাসি এ স্টার সাঁতারু গত শুক্রবার রাতে পেলেন আরও একটি স্বর্ণের দেখা। রেকর্ড এখন মুড়ি-মুড়কির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেন।
তাতে প্যারিস অলিম্পিকে মারশাঁ ছিনিয়ে নিলেন নিজের ক্যারিয়ারের চতুর্থ স্বর্ণপদক। পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ডের টাইমিংয়ে সাঁতার শেষ করে নতুন অলিম্পিক রেকর্ড লিখেছেন মারশাঁ।
এত দিন এ ইভেন্টের রেকর্ডের মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি লিজেন্ড ফেলপস গড়েছিলেন ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে।