প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২২:১২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ২২:১৯ পিএম
লিওঁ মারশাঁ
প্রিয় জন্মভূমিতে চলছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। লিওঁ মারশাঁর দাপট না দেখালে চলে! লা ডিফেন্সে অ্যারেনায় স্বর্ণের হাসিতে উচ্ছ্বাসে মেতেই চলেছেন ‘ফরাসি ফেলপস’খ্যাত এ সুপারস্টার সাঁতারু। স্বাগতিক দর্শকদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়েই চলেছে পুলের আশপাশ। আর ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিয়েই যাচ্ছেন মারশাঁ। দেশবাসীর অনুপ্রেরণায় জল ম্যাজিক তো ফ্রান্সের এ জলমানবের কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
নিজের গলায় হ্যাটট্রিক স্বর্ণপদক আগেই ঝুলিয়ে নিয়েছেন মারশাঁ। তার আগে ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হন রেকর্ড গড়ে। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির স্বর্ণপদকও জেতেন রেকর্ড ভেঙে। রেকর্ড ভাঙার বন্যা বইয়ে দিয়ে ফরাসি এ স্টার সাঁতারু শুক্রবার রাতে পেলেন আরও একটি স্বর্ণের দেখা। রেকর্ড এখন মুড়ি-মুড়কির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেন। তাতে প্যারিস অলিম্পিকে মারশাঁ ছিনিয়ে নিলেন নিজের ক্যারিয়ারের চতুর্থ স্বর্ণপদক।
পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ডের টাইমিংয়ে সাঁতার শেষ করে নতুন অলিম্পিক রেকর্ড লিখেছেন মারশাঁ। এত দিন এ ইভেন্টের রেকর্ডের মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি লিজেন্ড ফেলপস গড়েছিলেন ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে।
কেবল অলিম্পিক রেকর্ডই নিজের দখলে নেননি, মারশাঁ বিশ্বরেকর্ড গড়ার খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন। পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির বিশ্বরেকর্ড এখনও নিজের কাছে আগলে রাখতে পেরেছেন যুক্তরাষ্ট্রের রায়ান লোচেট। ২০১১ সালের জুলাইয়ে চীনের সাংহাইতে হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের রেকর্ডটি শুধু ০.০৬ সেকেন্ডের জন্য স্পর্শ করতে পারেননি মারশাঁ।
প্যারিসে পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতে নিয়েছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। তার পেছনে থেকে চীনের ওয়াং শান ব্রোঞ্জপদক পেয়েছেন ১ মিনিট ৫৬ সেকেন্ডের টাইমিং নিয়ে।