প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২২:০১ পিএম
এবারের প্যারিস অলিম্পিক নানা ঘটনার জন্ম দিচ্ছে। তেমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সাঁতারের ইভেন্টে। গতকাল শুক্রবার মেয়েদের ব্যক্তিগত ২০০ মিটার সাঁতারে হিট শেষের পরই অ্যাজমার কারণে পুল ডেকে পড়ে যান স্লোভাকিয়ার সাঁতারু তামারা পোতোকা। সপ্তম স্থানে থেকে হিট শেষ করেছেন এই সাঁতারু।
অসুস্থ হওয়ার পর তাকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয়। এমনকি অক্সিজেন মাস্কও দেওয়া হয় তামারাকে। কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচার করে তাকে নিয়ে যাওয়া হয়। এ কারণে প্রায় ১০ মিনিট সাঁতারের হিট বন্ধ ছিল।
স্লোভাকিয়ার টিম লিডার ইভানা লানগে এক বিবৃতিতে বলেছেন, ‘তামারার অ্যাজমা ছিল। সে শারীরিক সমস্যা ও স্নায়ুচাপে ভুগছিল এবং সময়মতো ইনহেলার নিতে না পারাতেই এই সমস্যা হয়েছে। সে অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছে, তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’
স্লোভাকিয়ার অলিম্পিক দলের এক কর্মকর্তা জানিয়েছেন, পোতোকা তার সঙ্গে ইনহেলার নিয়ে যাননি। পরে ভেন্যু অফিসিয়ালদের একজন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, পোতোকার জ্ঞান ফিরেছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।