× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিসিবি প্রধানের কড়া বার্তা, বোর্ড কর্তাদের চুপ করার নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২১:৩৯ পিএম

পিসিবি প্রধানের কড়া বার্তা, বোর্ড কর্তাদের চুপ করার নির্দেশ

২০০৮ সালের পর থেকেই পাকিস্তান সফরে যায়নি ভারতের ক্রিকেট দল। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ। ‘মিনি বিশ্বকাপ’খ্যাত এই আসর আয়োজন নিয়ে এখন লড়াই হচ্ছে টেবিলে; যা নিয়ে দুই দেশের বোর্ড কর্তারা নানা মন্তব্যও করছেন। পিসিবি প্রধান মহসিন নাকভি কড়া বার্তা দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ করা বা না-করা নিয়ে মন্তব্য করা থেকে বোর্ড কর্তাব্যক্তিদের বিরত থাকতে বলেছেন তিনি।

গত এশিয়া কাপও হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত দল পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত টুর্নামেন্টটি হয়েছে হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তান আয়োজক দেশ হলেও ফাইনালসহ ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কায়। এবারও এমন আলোচনা চলছে। তবে ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও নাকি ভারতে ২০২৬ সালের এশিয়া কাপ বয়কট করতে পারে। কয়েক দিন আগে এমন শঙ্কার কথা বলেছিলেন বিসিসিআই সহসভাপতি রাজিভ শুক্লা। তিনি বলেন, ‘আমরা যদি পাকিস্তানে না যাই, তারা এশিয়া কাপ বয়কট করার হুমকি দিতে পারে।’ 

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, রাজিভ শুক্লার এমন মন্তব্যের পরই সবাইকে চুপ থাকতে বলেছেন মহসিন নাকভি। পিসিবির এক সূত্র পিটিআইকে বলেছে, ‘এই কারণে কিছুদিন ধরে নাকভি কিংবা অন্য কোনো বোর্ডকর্তা ভারতের পাকিস্তানে দল পাঠানো বা না-পাঠানো নিয়ে কোনো কথা বলছে না। পিসিবি খসড়া সূচি ও অন্যান্য নথিপত্র আইসিসির কাছে পাঠিয়েছে, এর মধ্যে নিরাপত্তাজনিত পরিকল্পনাও আছে। এখন ভারতকে রাজি করানোর দায়িত্ব আইসিসির।’

আরেকটি সূত্র পিটিআইকে বলেছে, ‘এটা স্পষ্ট, ভারত আবারও দল পাকিস্তানে না পাঠালে কী করা হবে, পিসিবি কী করতে চায়, তা জানাতে চাইছে না। কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে একটা কৌশল ঠিক করা হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা