‘বিস্ফোরণ’ ঘটালেন দেশসেরা দৌড়বিদ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২০:১৭ পিএম
সাঁতারু সোনিয়া খাতুন ও দৌড়বিদ ইমরানুর রহমান। সংগৃহীত ছবি
গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। শনিবার সকালে হিট থাকলেও স্তাদে দ্য ফ্রান্সের গ্যালারি ছিল পরিপূর্ণ। ছয় নম্বর হিটে ছয় নম্বর লেনে ছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তবে হিটে আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। ইমরানুরের টাইমিং ১০ দশমিক ৭৩ সেকেন্ড; যা তার স্বাভাবিক টাইমিংয়ের চেয়ে অনেক বেশি।
১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে ছয় হিটের প্রথম দুজন ও বাকিদের মধ্যে শীর্ষ চার জন প্রথম রাউন্ডে খেলবেন। ইমরানুরের হিটে তার টাইমিং ছিল সবচেয়ে ভালো। ১০ দশমিক ১১ সেকেন্ড টাইমিং নিয়ে ষষ্ঠ হয়েছেন দেশসেরা এই দৌড়বিদ। তবে প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে থাকলেও, শেষটা ভালো হলো না তার। অলিম্পিকের মঞ্চ থেকে আবারও বাংলাদেশের জন্য ভেসে এলো হতাশার খবর। এমন বাজে পারফরম্যান্সের পর হতাশ ইমরানুর নিজেও। সেই সঙ্গে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। ইনজুরির কারণে নাকি এবারের অলিম্পিকে অংশগ্রহণই করতে চাননি তিনি। কিন্তু তাতে কর্ণপাত করেননি ফেডারেশনের কর্তারা। শনিবার খেলা শেষে মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকদের এমনটাই বলেছেন ইমরানুর, ‘আমি তো আগেই খেলতে চাইনি। ব্রিটিশ কোচ স্টিফেন হাওয়ার্ডও আমাকে আগেই খেলতে না করেছিলেন। আজ (গতকাল) যে টাইমিং করেছি তা আগে কখনও করেছি কিনা মনে করতে পারছি না। খারাপ টাইমিং করে খারাপ লাগছে।’
সাঁতারু সোনিয়া খাতুনের ইভেন্ট দিয়ে শনিবার শেষ হয়েছে বাংলাদেশের প্যারিস অলিম্পিক অভিযাত্রা। ৫০ মিটার ফ্রি স্টাইলে ৩০ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নিয়েছেন তিনি। লা ডিফেন্সে এমন টাইমিং শেষে সোনিয়া বলেছেন, ‘চেষ্টা করেছিলাম ভালো করার; কিন্তু হলো না। অলিম্পিকের এই অভিজ্ঞতা ক্যারিয়ারে সামনের দিকে কাজে লাগবে।’
এর আগে সাঁতারু সামিউল ইসলাম রাফি বিদায় নিয়েছেন। তিনি অবশ্য তার টাইমিং ০.০২ কমিয়েছেন। সেটা অবশ্য থাইল্যান্ডে তার উচ্চতর অনুশীলনে থাকার কারণেই হয়েছে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদের মধ্যে রাফিই একমাত্র টাইমিংয়ের উন্নতি করেছেন। বাকি তিনজন নিজের সেরা টাইমিংয়ের অনেক পেছনে ছিলেন।