× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চান ক্রীড়া সাংবাদিকরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৮:২২ পিএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে মানববন্ধনে অংশ নেন শতাধিক ক্রীড়া সাংবাদিক; ছবি: আ. ই. আলীম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে মানববন্ধনে অংশ নেন শতাধিক ক্রীড়া সাংবাদিক; ছবি: আ. ই. আলীম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা। এবার শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। এ সময় তারা নৃশংসতায় জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশা ব্যক্ত করেন। 

শনিবার (৩ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে  'আমরা ক্রীড়া সাংবাদিক' ব্যানারে এই মানববন্ধন করেছেন  ক্রীড়া সাংবাদিকেরা। এতে অংশ নেন দেশের সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ক্রীড়া বিভাগের শতাধিক সংবাদকর্মী। ক্রীড়াভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদেরও ছিল সরব উপস্থিতি। মানববন্ধন শেষে নৃশংসতায় প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর যে নৃশংসতা হয়েছে, এর উপযুক্ত বিচার করতে হবে। যে দলের লোকই হোক, নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি কোনোভাবেই কাম্য নয় বলে জানান তারা। একইসঙ্গে সাংবাদিকরা বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেছেন। এ ছাড়া দেশের যেসব ক্রীড়াবিদদের তরুণ প্রজন্ম আদর্শ মনে করেন, তাদের প্রতিও অন্যায়ের প্রতিবাদ করার আহবান জানান সংবাদকর্মীরা। অন্যথায় তাদের বর্জন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তৃত্যায় নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চান ক্রীড়া সাংবাদিকরা; ছবি: আ. ই. আলীম

কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক এটিএম সাইদুজ্জামান বলেছেন, ‘গত কিছুদিন, জুলাই মাসে যা ঘটেছে এবং এখন যা ঘটছে, তাতে শোক জানানোর কোন ভাষা নেই। শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নই, আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি। আমি মর্মাহত, শোকাহত। আমাদের আরও আগে ভয়েজ রেইজ করা দরকার ছিল। এই নৃশংসতা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, তারা সেটি করেননি। যে ঘটনাগুলো ঘটে গেছে, তার রেশ আমাদের আরও কত বছর বহন করতে হবে, আমি নিশ্চিত নই। আমার দাবি প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত, কোনো আইওয়াশ নয়।’ 

বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার, সে অধিকার থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। এই দেশ আমার, এই দেশ কারও একার নয়। আমরা স্বাধীনতা যুদ্ধ পাইনি, কিন্তু এই স্বাধীনতা যুদ্ধ আমাদের প্রত্যেকের গর্বের। এটা কারও সম্পতি নয়। এখন এ উপলব্ধির সময় এসেছে। আমি কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি লাইফ চাই। যে জীবনটা হবে, আমি বাসা থেকে অফিসে যাব নিরাপদে, আমার সন্তান স্কুলে যাবে। আমার বৃদ্ধ বাবা-মা সুচিকিৎসা পাবে।’

নিউজজি২৪.কমের প্রবীণ ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে কভার করতে গিয়ে নিহত সাংবাদিকদের প্রসঙ্গে বলেছেন, ‘এই আন্দোলনে নিহতের সঠিক সংখ্যা আমরা এখনও জানি না। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি। এর মধ্যে কিন্তু ৫ জন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পেশাগতভাবে তারা আমাদেরই সহকর্মী, আমরা প্রথমেই দাবি করব, প্রতিটি মৃত্যুর সঠিক ও বিশ্বাসযোগ্য বিচার হোক।’

চ্যানেল২৪ এর বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি  রেজওয়ান উজ জামান বলেন, ‘প্রতিটি হত্যার বিচার চাই। আমাদের একটাই দাবি, একটাই কথা যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা মনে করি, সকল পক্ষ থেকে আমরা যদি এই দাবিটা গণজোয়ারে পরিণত করতে পারি, তাহলে এই দাবি পূরণ হবে।  

সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ তার বক্তব্যে আগামী প্রজন্মের কথা বলেছেন, ‘দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম, ৩২ জন শিশু মারা গিয়েছে। সেই শিশুটা তো আমার আপনার শিশুও হতে পারত। আমাদের যে কারও শিশু হতে পারত। আমরা তাহলে কাদের জন্য দেশটা তৈরি করছি? কাদের জন্য এই দেশটা বিনির্মাণ করার চেষ্টা করছি? আমাদের আগামী প্রজন্মের জন্য। তারাই যদি এই দেশে নিরাপদ না হয়, তাহলে নিরাপদ আর কারা? আমরা তাই এখানে ক্রীড়া সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছি একটা দাবি নিয়ে- শিক্ষার্থী-জনতার ওপর এই যে নৃশংসতা হয়েছে, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যেই নৃশংসতা হয়েছে এটা বন্ধ হোক। এটা যেন দ্রুততার সঙ্গে বন্ধ হয়। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’

এর আগে দেশের চলমান পরিস্থিতিতে নৃশংসতার প্রতিবাদ জানিয়ে সামাজিকমাধ্যমে সরব হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্টরা। কেউ কেউ রাস্তায় নেমে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতিও জানিয়েছেন। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা