লাল কাপড়ে চোখ বাধা ছবি এনজোর
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৭:৫০ পিএম
আন্দোলনকারীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবলার— সংগৃহীত ছবি
গণ মানুষের আন্দোলনে রূপ নিয়েছে কোটা সংস্কার আন্দোলন। বৈষম্য এবং সহিংসতার বিরুদ্ধের এই আন্দোলনে করে উত্তাল টেকনাফ থেকে তেতুলিয়া। পুরো দেশে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা ছাড়াও বিভিন্ন অঙ্গনের তারকারা। মানচিত্রের গণ্ডিও পেরিয়ে আন্দোলনে একাত্বতা জানাচ্ছেন বিদেশি খেলোয়াড়রাও। বাংলাদেশের মানুষের এসব ভোগান্তির পক্ষে সবশেষ সেই তালিকায় যোগ হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ।
আর্জেন্টাইন ফুটবলার এনজো কয়েকদিন আগেও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আজ লাল কাপড়ে চোখ বাধা ছবি ছেড়ে আরেকবার দাড়িয়েছেন আন্দোলনকারীদের পাশে।
ফেসবুকে আজ বাংলাদেশ সময় ৪টার দিকে এনজো লিখেছেন, ‘বাংলাদেশের সব ভক্তদের বলছি, আমি তোমাদের শুনতে পাচ্ছি, তোমাদের জন্য প্রার্থনা।’ সেখানে তিনি বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকার সাথে প্রার্থনার ইমুজি জুড়ে দিয়েছেন।
এরআগে, গত ১৯ জুলাই ফার্নান্দেজ ফেসবুকে এক পোস্টে এনজো লেখেন, ‘বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’ এনজো ছাড়াও বেশ কিছু বিদেশি খেলোয়াড় বাংলাদেশের মানুষের এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেছেন। খুব দ্রুত এই অচল ও বাজে অবস্থা থেকে উত্তরণের জন্য দোয়াও করেছেন।