× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৪:৩১ পিএম

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

চলতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগামী বুধবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৫ আগস্ট গায়ানার প্রভিডেন্সে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। ক্যারিবীয়দের সাদা পোশাকের দলে নিয়মিত সহ-অধিনায়ক ডানহাতি এই পেসার। তার অবর্তমানে দলের সহকারী অধিনায়ক দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডি সিলভা। 

এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার কেমার রোচ। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না তিনি। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় হাঁটুর চোটে পড়েছিলেন। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার ব্রায়ান চার্লস। ইংলিশদের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন জেরেমিয়া লুইস, জ্যাকারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি ও আকিম জর্ডান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ক্যারিবীয়রা ভালো অবস্থানে নেই। ৭ ম্যাচে তারা মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। এই সিরিজে ভালো করে পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ক্যারিবীয়দের।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, কেমার রোচ, জেইডেন সিলস, জোমেল ওয়ারিক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা