প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১২:৩১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১২:৫৫ পিএম
সামনেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এজন্য বেশ আগে থেকেই অনুশীলন ক্যাম্প করছে ক্রিকেটাররা৷ গতমাসে চট্টগ্রামে নিজেদের মধ্যে ভাগ হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছে । এর আগে দুইদিনের একটি ম্যাচও হয়েছিল। সাগরিকার ক্যাম্প শেষ করে ঢাকার ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। আর প্রথম দিনেই নাজমুল হোসেন শান্তরা দিয়েছেন স্ট্রেংথ টেস্ট৷
আজ শনিবার (৩ আগস্ট) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের রানিং টেস্ট হওয়ার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে তা অনুষ্ঠিত হয়নি৷ তবে রানিং টেস্ট না হলেও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের স্ট্রেংথ পরীক্ষা নিয়েছে বিসিবি।
এই পরীক্ষা শেষে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম৷ তিনি বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে একটা ফিটনেস টেস্ট করে গিয়েছিলাম। আজকে তার ফলোআপ টেস্টিং ছিল। ফলো অফ টেস্টিংয়ে রানিং টেস্ট ছিল, কিছু স্ট্রেংথ টেস্ট ছিল৷ রানিং টেস্ট তো ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’
রানিং টেস্ট পরে হবে জানিয়ে এই ফিজিও আরো বলেন, ‘আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো প্লেয়ার 'এ' টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্লান করা হবে।'
এদিকে টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে থাকা তাসকিন আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে লাল বলে। তবে তার কাঁধের চোট আগের অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছে বায়জেদুল। তিনি বলেন, 'ওর কাঁধের আগে যে ড্যামেজটা ছিল সেটা একই পর্যায়ে আছে, কোন পরিবর্তন হয়নি। যদি কাজ করে যায় নিয়মিত তাহলে এটা নিয়ে খেলতে পারবে টেস্ট।'