প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ০৯:১৭ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১১:০৭ এএম
জিন-ফিলিপ মাতেতা। সংগৃহীত ছবি
খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় ক্রস থেকে হেডে গোল আদায় করেন ফ্রান্সের ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জিন-ফিলিপ মাতেতা। ফরাসিদের শেষ আটে যেতে দরকার ছিল ওটুকুই। ওই ১ গোলই বাকি সময়টা ডিফেন্ড করে গেছে স্বাগতিকরা। খেলার বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। তাতে প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে শতভাগ জয়ও ধরে রাখল থিয়েরি হেনরির দল।
কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। যে কারণে শুক্রবার রাতে প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ফরাসিদের জন্য ছিল প্রতিশোধের। অন্যদিকে হাজার হাজার শত্রুভাবাপন্ন ফরাসি দর্শকের সামনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিল আর্জেন্টিনা।
কিন্তু শেষরক্ষা হলো না আলবিসেলেস্তাদের। প্রতিশোধের আগুনে পুড়তেই হলো আর্জেন্টিনাকে। ১-০ ব্যবধানের জয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল।
দিনের অন্য কোয়ার্টার ফাইনালে ৪-০ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে মরক্কো। জাপানের বিপক্ষে স্পেনের জয়ের মার্জিন ৩-০ গোল। টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করেছে মিসর। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ মরক্কো, ফ্রান্স পেয়েছে মিসরকে।